আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ২৬২ জনের বিরুদ্ধে সহিংসতার মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ২৬২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সহিংসতার মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (৭ অক্টোবর) রাতে আনোয়ারা উপজেলার বিএনপির কর্মী তৌহিদ মিয়া (৩৪) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাকি আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর ছোটো ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, জাবেদের সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মান্নান মান্না। উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, এম কাইয়ুম শাহ্, আমিন শরীফ,শামসুল ইসলাম, হাছনাইন জলিল চৌধুরী শাকিল, অসিম কুমার দেব,আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাস্টার ইদ্রীচ।
সাবেক ইউপি চেয়ারম্যানদের মধ্যে, ইয়াসিন হিরু,শাহাদাত হোসেন, আবু ছৈয়দ চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সুগ্রীব মজুমদার দোলন, বুরহান উদ্দিন চৌধুরী মুরাদ, জসিম উদ্দিন, আবদুল মালেক, সাহাব উদ্দিন, হাফেজ কাসেম, আলী আব্বাস (ডুমুরিয়া)। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, মোজাম্মেল হক (গাছ মোজাম্মেল), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমানসহ এজহার নামীয় ১১২ জন এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০০-৬০০ শতাধিক নেতাকর্মী পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড়ে সমাবেশের জন্য সমবেত হলে বিকেল ৫টার দিকে এজহারনামীয় আসামিরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, কিরিচ, লোহার রড এবং লাঠিসোটা নিয়ে সমাবেশে সমবেত বিএনপির নিরস্ত্র নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় ১৮-২০ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বাদী তৌহিদ মিয়া এবং নয়ন নামে বিএনপিকর্মীকে মোহাম্মদপুর পাহাড়ের টিলায় নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়ে দুই মাস চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন তারা।
মামলার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর সহিংসতার মামলা হয়েছে।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
