আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীসহ ২৬২ জনের বিরুদ্ধে সহিংসতার মামলা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ২৬২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সহিংসতার মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (৭ অক্টোবর) রাতে আনোয়ারা উপজেলার বিএনপির কর্মী তৌহিদ মিয়া (৩৪) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাকি আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর ছোটো ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, জাবেদের সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মান্নান মান্না। উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, এম কাইয়ুম শাহ্, আমিন শরীফ,শামসুল ইসলাম, হাছনাইন জলিল চৌধুরী শাকিল, অসিম কুমার দেব,আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মাস্টার ইদ্রীচ।
সাবেক ইউপি চেয়ারম্যানদের মধ্যে, ইয়াসিন হিরু,শাহাদাত হোসেন, আবু ছৈয়দ চেয়ারম্যান। উপজেলা আওয়ামী লীগ নেতা জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সুগ্রীব মজুমদার দোলন, বুরহান উদ্দিন চৌধুরী মুরাদ, জসিম উদ্দিন, আবদুল মালেক, সাহাব উদ্দিন, হাফেজ কাসেম, আলী আব্বাস (ডুমুরিয়া)। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, মোজাম্মেল হক (গাছ মোজাম্মেল), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক শামিমুর রহমানসহ এজহার নামীয় ১১২ জন এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২০ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০০-৬০০ শতাধিক নেতাকর্মী পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড়ে সমাবেশের জন্য সমবেত হলে বিকেল ৫টার দিকে এজহারনামীয় আসামিরা দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, কিরিচ, লোহার রড এবং লাঠিসোটা নিয়ে সমাবেশে সমবেত বিএনপির নিরস্ত্র নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় ১৮-২০ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বাদী তৌহিদ মিয়া এবং নয়ন নামে বিএনপিকর্মীকে মোহাম্মদপুর পাহাড়ের টিলায় নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়ে দুই মাস চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফেরেন তারা।
মামলার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিপক্ষের ওপর সহিংসতার মামলা হয়েছে।
এমএসএম / জামান
১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন - আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
কুমিল্লা-৯ সুন্নি মহাজোটের প্রার্থী চেয়ার মার্কার ব্যাপক গণসংযোগ
চেকপোস্টে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন