রায়পুরার মেঘনা নদীতে সেতু নির্মাণের দাবি
নরসিংদীর রায়পুরা উপজেলায় পান্থশালা এলাকায় মেঘনা নদীতে একটি সেতুর জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে ৬টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ। এই নদীতে বিভিন্ন সময় সেতু নির্মাণের কথা উঠলেও নানা কারণে বাস্তবায়ন হয়নি।
২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহত্তর রায়পুরা উপজেলা। এই উপজেলার মেঘনা নদীবেষ্টিত গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীপথে চলাচল করছেন। তাদের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মেঘনা নদীবেষ্টিত পান্থশালা ও সায়দাবাদ ঘাটে ইজারাদার কর্তৃক চলে একটি ফেরি। যানবাহন সংকটের ফলে সময় বেশি নেয় ফেরি পারাপার। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হন বেশিরভাগ মানুষ।
মেঘনা নদীতে বিভিন্ন সময় সেতু নির্মাণের উদ্যোগ নিলেও তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছেন নদীপারের বাসিন্দারা। রায়পুরার চরাঞ্চলবাসীর স্বপ্ন পান্থশালায় মেঘনা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। তাদের বিশ্বাস, এই সেতু নির্মিত হলে পাল্টে যাবে লক্ষ মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক চাকা।
T.A.S / জামান