ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

দুই বছরের মধ্যে আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে : ভূমি সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৬:৮

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কর্মপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে। ইতিমধ্যে ভূমি সেবা হটলাইন ১৬১২২ চালু হয়েছে।  ভূ-স্বত্বের উপর অধিকার প্রতিষ্ঠার  জন্য  দেশের অধিকাংশ মানুষ কোন না কোন ভাবে  মামলা-মোকদ্দমায় জড়িত। ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণলব্দ জ্ঞানের মাধ্যমে কর্মকর্তাগণ ভূমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করার পাশাপাশি দুর্নীতি ও জনদুর্ভোগমুক্ত সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  

রোববার রাজধানীর ডেমরা করিম জুট মিলস লি. মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চল্লিশ দিন ব্যাপী ১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরেরর মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহঃ মনিরুজ্জামান, মোঃ আবু বকর ছিদ্দিক , বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ ও অধিদপ্তরের পরিচালক মো: মোমিনুর রশীদ। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিএস (প্রশাসন) বিসিএস (পুলিশ), বিসিএস (বন) ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৭ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।  

ভূমি সচিব বলেন, মানব সভ্যতার সূচনা লগ্নেই মানুষের কাছে প্রধান নির্ভরযোগ্য ও মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃত হয়ে আসছে "ভূমি"। এর অন্যতম কারণ হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি হতে পাওয়া যায়। তিনি বলেন, আধুনিক বিশ্বে ভূমি, ভূমির ব্যবহার ও ভূমি ব্যবস্থাপনার সাথে জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রায় প্রতিটি বিষয় যেমন, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন, উন্নয়ন পরিকল্পনা ও কৃষি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।

আমাদের বিশাল জনগোষ্ঠী সম্বলিত এ ছোট দেশের সীমিত ভূ-সম্পদ এবং তার উপর জনসাধারণের প্রচন্ড চাপ ও চাহিদা দেশের ভূমি সম্পদকে করেছে আরও বেশি মূল্যবান। কোন ‘দে’ বা ‘জাতি’ ভূমির কতটা যত্ন নিচ্ছে সেটা বুঝা যায় দেশের ভূমির ব্যবস্থাপনার সুষ্ঠুতা, ভূমি প্রশাসনের দক্ষতা ও ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে। আর বিষয়গুলো সুনিশ্চিত করার জন্য সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্য একপ্রস্থ স্বত্বলিপি এবং তার সুষ্ঠু সংরক্ষণ । যারা জনপ্রশাসনের সাথে জড়িত, বিশেষ করে যারা মাটি ও মানুষ নিয়ে কাজ করেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বিচার কাজে নিয়োজিত তাদের ভূমি প্রশাসন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকার জন্য তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ জ্ঞানার্জন অপরিহার্য।

উল্লেখ্য, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রতি বছর বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাগণের সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে। পুরাতন ঐতিহ্যের ধারা অনুসারে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ক্যাম্পে তাঁবুতে অবস্থান করে থাকেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রতিদিন শ্রেণী কক্ষে আইন-কানুন বিষয়ক তাত্ত্বিক শিক্ষা গ্রহণ শেষে পরদিন মাঠে ম্যাপ প্রণয়ন বিষয়ক ব্যবহারিক শিক্ষা গ্রহণ করেন।

T.A.S / জামান

আমাদের মনিব দেশের জনগণ: ভূমি সচিব

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে

কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা

চিকিৎসকদের শাহবাগ ছাড়ার অনুরোধ বিএসএমএমইউ ভিসির

শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

৩০০ মিলিয়ন ডলার পাচার: হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে

সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের জানাজা দুপুরে

ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর