ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

চাকরি পূর্নবহালের দাবি চাকরিচ্যুত চিকিৎসক ডা. রাজু আহমেদের


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৬:২৫

চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চাকরিচ্যুত চিকিৎসক ডা. রাজু আহমেদ। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তিনি। 

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে সন্ত্রাসী দ্বারা বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ডা.  রাজু আহমেদ বলেন, গত ২০২৩ সালের ৩০ অক্টোবর আনুমানিক বিকাল সাড়ে ৬টায় সহযোগী অধ্যাপক মোসা: সাবিনা ইয়াসমিন আমাকে ফোন করে চেম্বারে আসার এ্যাপয়েনমেন্ট চান। আমি তাকে সন্ধ্যা সাড়ে ৭টার সময় আসতে বলি। তখন তিনি উক্ত সময়ে না এসে আবারো রাত ৯.৫৩ মিনিটের সময় আমাকে ফোন করে বলেন আমি আপনার চেম্বারে আসতে চাচ্ছি। চেম্বার বন্ধ হয়ে যাওয়ায় আমি তাকে আসতে নিষেধ করি। তিনি আমার নিষেধ উপেক্ষা করে চাপ প্রয়োগ করেন। আমার চেম্বারে এসে প্রয়োজনে অপেক্ষা করতে চান তিনি। তার মেয়ের গুরুতর দাঁতে ব্যাথা হচ্ছে শুনে আমি সম্পূর্ণ মানবিক কারনে আমার এ্যাসিসটেন্টকে চেম্বার দ্বিতীয়বার খুলে মোসা: সাবিনা ইয়াসমিন ও তার মেয়েকে আসতে বলি এবং উনাদেরকে চেম্বারে অপেক্ষা করতে বলি। রাত আনুমানিক ১০টার দিকে আমি পুনরায় চেম্বারে প্রবেশ করলে মোসা: সাবিনা ইয়াসমিন ও তার মেয়ে আমার সঙ্গে চিকিৎসার কক্ষে প্রবেশ করে। 

এসময়  লিখিত বক্তব্যে সাবিনা ইয়াসমিনের হামলার বিষয়ে তিনি  বলেন,  ১০-১৫ মিনিট চিকিৎসা প্রদান শেষে আমার সহকারীকে ফি নেওয়ার জন্য বলি। অধ্যাপক সাবিনা ইয়াসমিন আমার  সহকারীর সঙ্গে ফি চাওয়া নিয়ে অত্যন্ত দূর্ব্যবহার শুরু করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমি উক্ত ব্যবহারের প্রতিবাদ করলে তিনি আমার সাথেও দূর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে আমার দিকে মারতে তেড়ে আসেন এবং টেবিলে রাখা ভারী পেপারওয়েট দিয়ে আমার মাথায় পরপর দুবার সজোরে আঘাত করেন।ওনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন দুর্বৃত্তকে চেম্বারে প্রবেশ করতে বলেন এবং আমাকে মারতে বলেন। তখন দুর্বৃত্তরা আমার বুকে সজোরে লাথি মারে ও পা দিয়ে খুচতে থাকে এবং চেম্বার ভেঙ্গে তছনছ করে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি  করেন। সাবিনা ইয়াসমিন তখন আমাকে মেরে ফেলতে দুর্বৃত্তদের হুকুম দেন। তখন একজন দুর্বৃত্ত আমার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করতে উদ্ধত হয়। আর্তচিৎকার শুনে আমার সহকারী, আমেনা ক্লিনিকে কর্মরত নার্স আখি খাতুন ও সুমি খাতুন সহ আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উক্ত হামলাকারিদের নিকট থেকে উদ্ধার করেন। 

মামলা বিষয়ে ডা. রাজু  বলেন, গত বছরের ৩১ অক্টোবর বোয়ালিয়া থানায় বাদী হয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আদালতের নির্দেশে আমি স্থায়ী জামিনে আছি। আমি শারিরীকভাবে কিছুটা সুস্থবোধ করায় গত বছরের ১৩ নভেম্বর আদালতে নিজে বাদী হয়ে সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে আসামি করে কোর্টে একটি মামলা দায়ের করি।

বাহিরের ঘটনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে টেনে আনার প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, সাবিনা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেন এবং মামলাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ভুলভাবে উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলার কারনে কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই গত বছরের ৫ নভেম্বর আমাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করেন। একপর্যায়ে সম্পূর্ণ বেআইনীভাবে আমাকে চাকুরীচ্যুত করেন। চাকুরীচ্যুতির কারনে আমি মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। রিট মামলায় মহামান্য হাইকোর্ট আমার চাকুরীচ্যুতির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

এসময় ডা. রাজু তাঁর চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, আমার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ এনে আমার নামে মিথ্যা মামলা এবং আমাকে চাকরিহারা করার জন্য সাবিনা ইয়াসমিনের উপযুক্ত বিচারের জোর দাবী জানাচ্ছি। আমাকে চাকুরীতে পূর্নবহালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বিনীত প্রার্থনা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের বিষয়ে অভিযুক্ত অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, 'নিজেকে রক্ষা করার জন্য তিনি এসব করে যাচ্ছেন।  তার বিরুদ্ধে ২টি তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের রিপোর্টের ভিত্তিতে তাকে চাকুরীচ্যুত করা হয়েছে। তদন্ত কমিটিতে যারা ছিল তারা আমার কোন লোক ছিল না। তার অপরাধ প্রমাণ হওয়ার কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়েছে। তিনি যদি এসব দাবি ভিত্তিহীন দাবি করেন তাহলে প্রমান দিক।'

হাইকোর্টের পিটিশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা অবগত না। তবে যদি এরকম কিছু ঘটে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের মাধ্যমে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিবো।' 

T.A.S / T.A.S

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'

ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু

তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম

জাবি সায়েন্স ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক মুসা

'ই ইউনিট' পরীক্ষা দিয়ে চার বছর পর জবি নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরল

প্রাণিসম্পদ উন্নয়নে গবেষকদের বৈজ্ঞানিক সম্মেলন শুরু শনিবার

জাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস আটক; ক্ষতিপূরণ দাবি ছাত্রদলের

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও চলছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন