ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বৈষম্যের শিকার ডাক্তার সমাজ (স্বাস্থ্য) বিসিএস


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:৪৩

গত ২৭.১১.২০২৪ ইং তারিখে ৪৭ তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে। বিগত প্রতিটি বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা অতিরিক্ত ২ বছর ছিল, যা ৪৭ তম বিসিএস সার্কুলারে অনুপস্থিত। এ বৈষম্য নিরসনে আজ ১৮.১২.২০২৪ইং তারিখে ঢাকা মেডিকেল কলেজের আমতলা চত্ত্বরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিসিএস আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক পাশ করতে অন্যান্যদের ন্যূনতম ৪ বছর লাগলেও, ডাক্তারদের এমবিবিএস/বিডিএস শেষ করতে ইন্টার্ণশিপসহ ন্যূনতম ৬.৫ বছর বা ৭৮ মাস সময় লাগে।পূর্বে সকল বিসিএস সাধারন ক্যাডারে আবেদনের বয়সসীমা  ৩০ এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩২ ছিল। কিন্তু ৪৭তম বিসিএসে আবেদনে সকলের জন্য বয়সসীমা ৩২ বছর উল্লেখ করা হয় যা চিকিৎসকদের প্রতি সুস্পষ্ট বৈষম্য। 

গত ১২.১২.২৪ইং তারিখে বিসিএস(স্বাস্থ্য) বয়সজনিত বৈষম্য নিরসনে সাধারণ এমবিবিএস/বিডিএস চিকিৎসক সমাজের পক্ষে চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা.মো: মঈন উদ্দিন চিশতি এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে চিকিৎসকদের ন্যায্য দাবির বিষয়ে উপস্থাপন করা হয়। 

এরই ধারাবাহিকতায় গত ১৭.১২.২৪ স্বাস্থ্য মন্ত্রণালয় হতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর প্রজ্ঞাপন আকারে চিঠি প্রেরণ করা হয়। এখানে 
উল্লেখ্য, চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা.মো: মঈন উদ্দিন চিশতি এর নেতৃত্বে গত ৫.১২.২৪ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ সচিব, স্বাস্থ্য সেবা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় সকলের সাথে সাক্ষাৎ করা হয় এবং চিকিৎসকদের দাবীর বিষয়ে অবহিত করে আবেদনপত্র জমা দেওয়া হয়।  পরবর্তীতে, ৮.১২.২৪ তারিখে এই  প্রতিনিধি দল সরকারি কর্ম কমিশনের (PSC) চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এবং চিকিৎসকদের বয়সজনিত বৈষম্য বিষয়ে উনাকে অবহিত করেন।

আজকের প্রেস ব্রিফিং এ ডা: মাহফুজুল হক বলেন, প্রজ্ঞাপন আকারে বিসিএস(স্বাস্থ্য) বয়স ২ বছর বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজের আমতলা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান। এ স্থান থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মিছিলের যাত্রা। সরকার এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, এ ঐতিহাসিক স্থানটিকে যথাযথ মর্যাদা দিয়ে সংরক্ষণ করা হোক।

T.A.S / T.A.S

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার

গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ

নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন