শালিখায় জনপ্রিয় হচ্ছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ

কৃষকের শ্রম ও সময়ের সঠিক ব্যবহার এবং কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ব্যবস্থা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় চাষাবাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি। কৃষিতে এমনই এক আশীর্বাদের নাম হলো ‘সমলয় চাষাবাদ পদ্ধতি’।
সারিবদ্ধভাবে ট্রেতে সাজানো ধানের কচি চারা, দেখতে অনেকটা সবুজ কার্পেটের মতো। প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে এ পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে বপন করা হয় ধানের বীজ। এতে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে যায়।
শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পদ্ধতিতে রাসায়নিক সারের ব্যবহার না করেও সামান্য জৈব সার ব্যবহার করে চারা তৈরী করা যায়। প্লাস্টিকের ট্রে-তে বীজতলা করায় ধানের চারা উত্তোলন, রোপণ, ফসল মাড়াই ও সবই একযোগে করা যায়। উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানই হলো সমলয় চাষাবাদ।
এ পদ্ধতিতে বিশেষ অটোমেটিক কৃষি যন্ত্রের মাধ্যমে ট্রে-তে বীজ বপন করা হয়। এরপর ট্রেগুলো জমিতে সারিবদ্ধভাবে রাখা হয়। মাটি যেন শুকিয়ে না যায়, সেজন্য পানি স্প্রে করা হয়। শীতে চারার যেন ক্ষতি না হয়, সেজন্য পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। চারার উচ্চতা ৪ ইঞ্চি হলে বা চারার বয়স ২৫ থেকে ৩০ দিন হলে তা জমিতে রোপণ করার উপযোগী হয়।
সময়ের সঙ্গে কৃষি প্রযুক্তির এই হাওয়া লেগেছে শালিখা উপজেলায়। উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর এলাকার ৫৬ জন কৃষক তাদের ৫০ একর জমিতে চাষাবাদের জন্য এই পদ্ধতি গ্রহণ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে বোরো ধানের চাষ করা হচ্ছে সমলয় চাষাবাদ পদ্ধতিতে। এই পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে এই এলাকার কৃষকরা স্বপ্ন দেখছেন দিন বদলের।
সমলয় চাষাবাদ গ্রুপভুক্ত কৃষক সুকুমার মন্ডল বলেন আমার ১ একর ১০ শতক জমি। বর্তমানে জমিতে চাষাবাদের ক্ষেত্রে শ্রমিক স্বল্পতার কারণে শ্রমিক খরচ ও সময় বেশি লাগে। কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে আমাদের সরকারি ধানের বীজ, সার দিয়েছে, এখন মেশিনের মাধ্যমে এক ঘণ্টায় ২ বিঘা জমিতে একজন শ্রমিক চারা রোপণ করে দিচ্ছে। এতে আমরা অনেক উপকৃত হচ্ছি তাই সব দিক দিয়ে আমরা খুশি।
গত ১৪ জানুয়ারি শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুকিনগর গ্রামে ৫৬ জন কৃষকের ৫০ একর জমিতে সমবায় ভিত্তিক চাষাবাদের কর্মসূচি সমলয় চাষাবাদে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন। এসময় সমলয় চাষাবাদে প্রায় ১০০ জন কৃষককে মাঠ পর্যায়ে বীজতলা তৈরিসহ জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণের বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয়। উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের শ্রম ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আগামীতে উপজেলায় কৃষি কাজে সমলয় পদ্ধতিতে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে উচ্চ ফলনশীল ব্রি ধান ৯২ ধানের বীজ কৃষকদের মাঝে প্রদান করা হয়েছে, এ জন্য ৪৫০০ ট্রে তে ধানের বীজতলা তৈরি করা হয়েছে যা রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে জমিতে রোপণ এবং কম্বাইন হারভেস্ট মেশিনের মাধ্যমে জমির ধান কর্তন করা হবে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
