রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'চিহ্ন'র রজতজয়ন্তী উৎসব শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে লিটলম্যাগ চিহ্ন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উৎসব। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি জুলফিকার মতিন।
এ সময় জাতীয়, বিশ্ববিদ্যালয় ও চিহ্নের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শুরু হয় প্রীতিসমাবেশ ও প্রতঃরাশ দিয়ে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন 'চিহ্ন' প্রধান অধ্যাপক শহীদ ইকবাল। উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, 'আমাদের ২৫ বছরের এ পথচলা। সেখানে আমরা কী করতে পেরেছি, সেটা ব্যাখ্যা বা মূল্যায়নের ক্ষেত্র এটা নয়। আমাদের যাপিত জীবন চিত্র, দেশ, জাতি, সমাজ নিয়ে ভাবনা ও সৃষ্টিশীলতার একটা প্লাটফর্ম হচ্ছে চিহ্ন। জাতির একটা মাইলফলক আজকের এই দিন। আমরা লেখালেখি, সৃষ্টিশীলতা, সাহিত্যের মধ্য দিয়ে একটি মননশীল জাতি ও মানুষ গড়তে চাই। এ ছাড়া সুস্থ-সুন্দর জীবন যাপনের সংস্কৃতি উৎযাপন করতে চাই। এই উদযাপনের অংশীদার আমরা সবাইকে করতে চাই।'
কবি জুলফিকার মতিন বলেন, 'তারুণ্যই চিহ্নের প্রাণ। প্রতিষ্ঠিত লেখকদের লেখা প্রকাশ করা একটি পত্রিকার সাফল্যের কিছু নয়। নতুন লেখকদের লেখা প্রকাশের মাধ্যমে লেখক সৃষ্টিই পত্রিকার কাজ। সেইসব লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে একটি নতুন ধারা সৃষ্টি হতে পারে। সেই কাজটি চিহ্ন নিষ্ঠার সঙ্গে করে আসছে সূচনা লগ্ন থেকে।'
আয়োজকেরা জানান, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনের প্রথম অধিবেশন হিসেবে আছে 'লেখকের গল্প'। এরপর 'কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ' ও 'চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর' শীর্ষক অধিবেশন রয়েছে।
উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’। পত্রিকাটির স্লোগান 'চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি'। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্ৰায় দুই দশক ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি