ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'চিহ্ন'র রজতজয়ন্তী উৎসব শুরু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১-২০২৫ দুপুর ৩:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে লিটলম্যাগ চিহ্ন-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী উৎসব। শনিবার (১৮ জানুয়ারি)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি জুলফিকার মতিন।

এ সময় জাতীয়, বিশ্ববিদ্যালয় ও চিহ্নের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শুরু হয়  প্রীতিসমাবেশ ও প্রতঃরাশ দিয়ে। পরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন 'চিহ্ন' প্রধান অধ্যাপক শহীদ ইকবাল। উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন। 

স্বাগত বক্তব্যে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, 'আমাদের ২৫ বছরের এ পথচলা। সেখানে আমরা কী করতে পেরেছি, সেটা ব্যাখ্যা বা মূল্যায়নের ক্ষেত্র এটা নয়। আমাদের যাপিত জীবন চিত্র, দেশ, জাতি, সমাজ নিয়ে ভাবনা ও সৃষ্টিশীলতার একটা প্লাটফর্ম হচ্ছে চিহ্ন। জাতির একটা মাইলফলক আজকের এই দিন। আমরা লেখালেখি, সৃষ্টিশীলতা, সাহিত্যের মধ্য দিয়ে একটি মননশীল জাতি ও মানুষ গড়তে চাই। এ ছাড়া সুস্থ-সুন্দর জীবন যাপনের সংস্কৃতি উৎযাপন করতে চাই। এই উদযাপনের অংশীদার আমরা সবাইকে করতে চাই।' 

কবি জুলফিকার মতিন বলেন, 'তারুণ্যই চিহ্নের প্রাণ। প্রতিষ্ঠিত লেখকদের লেখা প্রকাশ করা একটি পত্রিকার সাফল্যের কিছু নয়। নতুন লেখকদের লেখা প্রকাশের মাধ্যমে লেখক সৃষ্টিই পত্রিকার কাজ। সেইসব লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে একটি নতুন ধারা সৃষ্টি হতে পারে। সেই কাজটি চিহ্ন নিষ্ঠার সঙ্গে করে আসছে সূচনা লগ্ন থেকে।'

আয়োজকেরা জানান, পত্রিকাটির রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনের প্রথম অধিবেশন হিসেবে আছে 'লেখকের গল্প'। এরপর 'কবিতার গল্প: মাটির আর রক্তের কর্কশ শব্দ' ও 'চিহ্নের ২৫ বছর: আর কতোটা দূর' শীর্ষক অধিবেশন রয়েছে।

উল্লেখ্য, ছোটকাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় ‘চিহ্ন’। পত্রিকাটির স্লোগান 'চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি'। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে প্ৰায় দুই দশক ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক