ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন' এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি ও রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, 'গতকাল রাতে নুরুল ইসলাম শহীদের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে তা প্রমাণ করে আমি আপনি এবং বিপ্লবী সবার প্রতি এই হামলা ধেয়ে আসছে। শুধু একটা সরকার পরিবর্তন আর প্রশাসনিক লোক পরিবর্তন করার জন্যে আমার ভাইয়েরা জীবন দেয় নাই। বাংলাদেশের সবখানে যে ফ্যাসিবাদ জড়িয়ে ছিলো তাদেরকে ধ্বংস করার জন্যেই জুলাই বিপ্লবে হয়েছে । প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই যারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাদের চেয়ারও খুব বেশিদিন টিকে থাকবে না।'

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা প্রান্তে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে তাদের উপর হামলা, গুপ্ত হামলা এবং নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা উপদেষ্টাদের কেন বসিয়েছিলাম? তাদের কি খালি জায়গা পূরণ করতে বসিয়েছি? যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে বিপ্লবটা চুরি হয়ে যাচ্ছে। যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের যদি নিরাপত্তাও না থাকে তাহলে বাংলাদেশে থেকে আমাদের কি লাভ? আমাদের নিরাপত্তার যা কিছু দরকার প্রশাসনকে সেই সব পদক্ষেপ নিতে হবে।'

রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজন বলেন, 'পরিকল্পিতভাবে সমন্বয়ক শহীদের উপর হামলা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা বিভিন্নভাবে হামলার ছক একেছে।নানাভাবে তারা হামলার হুমকি দিয়ে আসছে। তারই বহিঃপ্রকাশ গতকালকে শহীদের উপর হামলা। এর আগেও আমাদের অনেক সমন্বয়কের উপর হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।'

মানববন্ধনটি সঞ্চালনায় করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকায় রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক