ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

'ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ১:১৪

বাংলাদেশ ধর্মভীরু মানুষের দেশ হওয়া স্বত্বেও এদেশে মানুষের মধ্যে অবাধ মিথ্যাচার, প্রতারণা, ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন ধরণের অপরাধ প্রবণতা অনেক বেড়েছে এবং তা ক্রমবর্ধমান। বিষয়টি এ দেশে বসবাসরত সকল ধর্মের মানুষের ক্ষেত্রে সমান প্রযোজ্য হলেও রাশেদুল ইসলামের ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ' গ্রন্থে কেবলমাত্র এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা বলা হয়েছে। বলা হয়েছে, দেশে মসজিদ এবং নামাজীর সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে অপরাধ প্রবণতা নিরসনের ক্ষেত্রে ধর্মের কোন ইতিবাচক প্রভাব আছে কি না, তা সুস্পষ্ট নয়। পবিত্র কোরআনে 'নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে' (আয়াত ৪৫, সূরা আনকাবুত) বলা হলেও সমাজে তার বাস্তব কোন প্রতিফলন নেই বললেই চলে। ধর্ম পালনের ক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিসের কতিপয় মৌলিক বিধান উপেক্ষিত হওয়ার কারণে এমনটি ঘটেছে বলে উক্ত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কোরআন ও হাদিসের উপেক্ষিত বিধানগুলি যথাযথভাবে অনুশীলনের সুযোগ সৃষ্টি হলে উদ্ভূত পরিস্থিতি নিরসন সম্ভব বলে উক্ত গ্রন্থে উল্লেখ করে এ বিষয়ে সরকার, মসজিদের ইমাম ও দেশের আলেমগণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, গ্রন্থ উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ডঃ সাঈফ ফাতেউর রহমান, নির্ধারিত দু'জন আলোচকের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব নাসির হেলাল এবং অপরজন তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোহাম্মদ আবদুল হাই। লেখক রাশেদুল ইসলাম গ্রন্থের বিষয়বস্তু এবং এ ধরণের গ্রন্থ লেখার পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সাভার কোরআন গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রফেসর ডঃ মোঃ আব্দুল্লাহেল বাকী। অনুষ্ঠানে অত্যন্ত সময় উপযোগী এ ধরণের একটি বই লেখা ও প্রকাশের জন্য ইছামতি প্রকাশনি এবং অর্পণ- দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি প্রকাশনির সত্ত্বাধিকারী জনাব মুহাম্মদ রশিদুর রহমান, মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন। অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সোসাইটিজ আইন, ১৮৬০ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬ এর আওতায় প্রতিষ্ঠানটি নিবন্ধনকৃত। 'নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি'-এই ব্রত নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। বিষয়ে বর্ণিত অনুষ্ঠানটি ফাউন্ডেশনের আওতায় অন্যকে সৎকাজে উদ্বুদ্ধকরণ কর্মসূচির একটি অংশ।

এমএসএম / এমএসএম

এসওএসবি'র নেতৃত্বে ডা. সারফুজ্জামান, মনির হোসেন ও আহমদ সামি-আল-হাসান

ঢাকা জেলা প্রশাসনে ভূমিকম্প উপলক্ষে জরুরী নিয়ত্রণ কক্ষ চালু

বিআরটিএতে বিতর্কিত কর্মকর্তা তোফাজ্জলকে বহাল রাখায় প্রশ্ন

মাওনায় ‘মিথ্যে মৃত্যু’ নাটক মাদার্স কেয়ার হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চাঞ্চল্যকর হয়রানির অভিযোগ

উত্তরায় শিমুল আহমেদের নেতৃত্বে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন

সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের প্রতিবাদ

১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আবু সালেহ রনি

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

ঢাকা-৫ আসনে এনসিপির মনোনয়ন চান সাদিল আহমেদ

উৎসব মুখর পরিবেশে ড্যাবের নুতন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

কে এই প্রতারক নাহিদ,পরিচয় ও তার পেশা কি ?