ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রাবিতে কুমিল্লা জেলা সমিতির নেতৃত্বে রহিম-তারিকুর


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৫ বিকাল ৫:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কুমিল্লা জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘কুমিল্লা জেলা সমিতি’র ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম  বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিমকে সভাপতি এবং একই বর্ষের ফলিত গনিত বিভাগের শিক্ষার্থী তারিকুর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শহীদুল ইসলাম সুমন, সাখাওয়াতুর রহমান ইমন, রায়হানে গাউস পেয়ারী, মেহেদী হাসান আশরাফী, ধনঞ্জয় চন্দ্র দাস, দীন মোহাম্মদ, সোহান মিয়া, নুসরাত জাহান হিভা; যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মেহেদী হাসান সৈকত, সাজ্জাদ হোসাইন সাকিব, রায়হান উদ্দীন, সাইফুল ইসলাম, কামাল হোসেন অপু, শাহ্‌ মোস্তফা শাওন, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মোহাম্মদ রাকিবুল আমিন, নেছার উদ্দিন চৌধুরী, সানজিদা আক্তার। 

এ ছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান খান, রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদকএনামুল হক, দপ্তর সম্পাদক আবু নোমান নিলয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাপি, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইয়ান ফয়েজ    উৎস, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান রবি, ছাত্র বিষয়ক সম্পাদক আরমান আহমেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কাজী এস. এম. আব্দুল্লাহ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী,ফরহাদ হোসাইন, ত্রান বিষয়ক সম্পাদক ইসরাফিল, ধর্ম বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন, আব্দুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক সিন্থিয়া ইসলাম, তানহা আফরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুনিম।

উল্লেখ্য, কুমিল্লা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘কুমিল্লা জেলা সমিতি’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে। বর্তমানে রাবিতে কুমিল্লা জেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

এমএসএম / এমএসএম

রাবিতে বেড়ে চলছে ছোঁয়াচে চর্মরোগ 'স্ক্যাবিস'

চবিতে ধরা খেল ভুয়া শিক্ষার্থী : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে ছিল সম্পৃক্ত

‎জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত

৫ম সমাবর্তন ঘিরে প্রশাসনের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা

সারাদেশে ৬৩ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চার মাস ধরে বেতন ভাতা বন্ধ

পিএসসি সংস্কার: ৭ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

খেলা দেখার সময় সিলিং ফ্যানে আহত চবি শিক্ষার্থী

ইউএপিতে- ক্রাউন মাইক্রো গ্লোবাল প্রেজেন্টস “টেকট্রন-২০২৫” উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব অনুষ্ঠিত

চুরির পর সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন

ছাত্রদলের দুর্নীতি ফাঁস করায় জাবি সাংবাদিক হুমকির মুখে, কোথায় গণমাধ্যমের স্বাধীনতা?

জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল

নজরুল বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত