সাভার অঁধরচন্দ্র সরকারি হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
সাভার অঁধর চন্দ্র সরকারী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জয়যাত্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টি-১০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর আয়োজন করা হয়।
শনিবার ১৫ ই ফেব্রুয়ারী ৫ বন্ধু কতৃক ২০১২ সালে প্রতিষ্ঠিত জয়যাত্রা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত ২৯ শে নভেম্বর ২০২৪ সালে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৯ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
প্রধান অতিথি উক্ত খেলা সমাপ্তির পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণশেষে তার অনুভূতি ব্যক্ত করিয়ে বলেন,
টিবি পর্দায় টি -২০ ক্রিকেট টুর্নামেন্টের যে ধরনের আনন্দ উপভোগ করি আজ সাভার অঁধর চন্দ্র সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ জয়যাত্রা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট কোন অংশেই কম ছিল না বলে অভিব্যক্তি ব্যক্ত করেন। অথচ টুর্নামেন্টে তেমন কোন প্রচারও হয়নি,তারা ৫ বন্ধু নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ আল মামুন ও ইকতারুল ইসলামের সমন্বয়ে ২০১২ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা করে। এই স্বল্প সময়ের ভেতরে তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সামনের দিনে তারা আরো অনেক ভালো টুর্নামেন্ট উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম ধিমান, অধ্যক্ষ সাভার সরকারি কলেজ, ওবায়দুর রহমান অভি,সিইও হবি গ্রুপ , হাজী মোহাম্মদ আহসানুল্লাহ প্রচার সম্পাদক সাভার পৌর বিএনপি,আলহাজ্ব আব্দুল আউয়াল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়িক, হাজী মুহাম্মদ বদিউজ্জামান বদির, সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি, আলহাজ্ব মোহাম্মদ রহমতউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ীক, ওয়াকিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ল্যাব জন হসপিটাল, শাহ মোঃ রাসেল উদ্দিন প্রিন্স, চেয়ারম্যান ইনস্টিটিউ ও মেডিকেল টেকনোলজি ও আজমল আমিন টুটুল, উপ-পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোঃ রফিকুজ্জামান,প্রধান শিক্ষক, বালিকা বিদ্যালয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ বিজয়দের মাঝে পুরস্কার পুরস্কার তুলে দেন,বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের নামম্যান অফ দা ফাইনাল - মামুন (সাভার এভেঞ্জারস) হাইয়েস্ট রান স্কোরার - রেজা (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব) হাইয়েস্ট উইকেট টেকার - অমিত (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব)ফেয়ার প্লে এওয়ার্ড - ব্রাদার্স স্কোয়াড (টিম)ম্যান অফ দা টুর্নামেন্ট - রেজা (সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব) চ্যাম্পিয়ন - সাভার এভেঞ্জার রানার আপ - সাভার ডাইনামিক ক্রিকেট ক্লাব।এছাড়াও প্রধান অতিথি ৫ জন শিশু বাচ্চাকে স্কুল ব্যাগ উপহার প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র
সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি
দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা
মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু
সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট
তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী
ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত