কুয়েটে হামলার প্রতিবাদে জবিতে হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ এ বিশ্ববিদ্যালয়ে শান্ত চত্তরে মানববন্ধনটি আয়োজন করা হয়। এসময় সংগঠনটি সদস্য নওশীন নাওয়ার জয়া বলেন, আমরা বোধহয় ৫ই আগস্ট কে ভুলে যাচ্ছি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছিলাম তা আমাদের নতুন বাংলাদেশ গড়তে পারি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস নিশ্চিত করতে পারি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারি। কিন্তু যা ঘটছে তা আমার আশার বিপরীত। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা আমাদের গভীর ভাবে মর্মাহত করে।
দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন,কাউকে কোনো ট্যাগ দিয়ে হামলা করার কোনো অধিকার বা আইন পৃথিবীর কোথাও নাই।কিন্তু বাংলাদেশে ট্যাগিং দিয়ে হামলা করাকে বৈধভাবে দেখা হতো ফ্যাসিস্ট আমলে।ট্যাগিং দিয়ে আবরার ভাইকে শহীদ করা হয়।আমরা ক্যাম্পাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ চাই।ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না।শিক্ষার্থীদের অধিকার প্রতিটি ক্যাম্পাসে নিশ্চিত করা হোক,এটাই আমাদের চাওয়া। কুয়েটে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আইনের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরাপদ ও লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি মূক্ত ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার কথা বলায় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন।সাধারণ শিক্ষার্থীদের উদ্যেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব অন্য শিক্ষার্থীর বিপদে পাশে দাঁড়ানো, তাদের জন্য কথা বলা। শুধু একাডেমিক পড়াশোনা মধ্যে বন্দি রাখা শিক্ষার মূল্যবোধ নয়।উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটিকে মানবাধিকার লঙ্ঘনমূলক যেকোনো ঘটনায় প্রতিবাদ কর্মসূচি নিতে দেখা যায়।
এমএসএম / এমএসএম

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ
