ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মধ্যরাতে জবি–কবি নজরুল কলেজ ছাত্রদলের মধ্যে উত্তেজনা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ২:২০

পিজ্জার দোকানে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নজরুল কলেজের গেট ভাঙচুরের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে জবি ছাত্রদলের নেতাকর্মী বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর পুরান ঢাকার একটি পিজ্জার দোকানে এই ঘটনা ঘটে।

জানা যায়,, ঘটনাটি ঘটে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য তানজিল এবং কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মধ্যে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, দোকানদারের সঙ্গে তানজিলের বাকবিতণ্ডার সময় ঘটনাস্থলে উপস্থিত হন কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী। তারা তানজিলের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে কলেজের সামনে নিয়ে যান। পরে তানজিল তার বন্ধুদের খবর দিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী দ্রুত সেখানে পৌঁছান। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা কবি নজরুল কলেজের গেট ভাঙচুরের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।  সূত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাকরিম আহমেদ নামে এক শিক্ষার্থী জানায়, ঝামেলাটা হইছে ছাত্রদল-ছাত্রদল। তারা কালকেই মিলে যাবে। কিন্তু, এইটাতে যেন কোনো সাধারণ শিক্ষার্থীদের উস্কে না দেয়া হয়। আশা করি এইটা ছাত্রদলের নেতারা ঠিক করে ফেলবেন।

এবিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ১৭ ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থী তানজিল বলেন, আমরা চার পাঁচ জন লক্ষ্মীবাজারে পিৎজা খেতে যাই। দোকানদার ১৫-২০ মিনিট দেরি হবে জানায়৷ আমরা বলেছি একটু দ্রুত দিতে। কিন্তু প্রায় চল্লিশ মিনিট ধরে বসে থাকার পরও আমাদের না দিয়ে পরে যারা এসেছে তাদেরকে পিৎজা দেয়। তখন দোকানদারকে জিগ্যেস করি কেন তাদেরকে আগে দেয়া হচ্ছে। এমন সময় কবি নজরুল কলেজের ছাত্রদলের সদস্য সচিবসহ দশ বারোজন সেখানে আসে৷ এবং সেখানেই সেটা মীমাংসা হয়ে যাচ্ছিল এর মধ্যে একজন বলে 'এরে কলেজের ভিতরে নিয়ে আয়, কথা আছে'।  এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয় এবং আমাদের কয়েকজন সেখানে উপস্থিত হয়৷ এরপর তারা আমাকে মারধর করে।  এটা নিয়ে পরবর্তীতে উত্তেজনার সৃষ্টি হয়।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন দৈনিক সকালের সময়কে বলেন,  আমি আজ ঢাকার বাহিরে ছিলাম বিধায় এ বিষয়ে জানি না, কাল ক্যাম্পাসে গিয়ে বিষয়টি জেনে বিস্তারিত জানাতে পারব

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম, তবে জানতে পেরেছি জগন্নাথের কিছু শিক্ষার্থীর সাথে খাবার দোকানে ঝামেলা হয়, এখানে যদি ছাত্রদলের কেউ জড়িত থাকেন এবং প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

মাধ্যমিক শিক্ষা নিয়ে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে শিক্ষক সমিতি

পাবিপ্রবির ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাকৃবির নতুন গবেষণা প্রকল্প

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালুর মাধ্যমে ছাত্ররাজনীতির যৌক্তিক সংস্কার প্রয়োজন

মধ্যরাতে জবি–কবি নজরুল কলেজ ছাত্রদলের মধ্যে উত্তেজনা

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেনা প্রাঙ্গনে অবৈধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙলা কলেজে এ

দাউদকান্দিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শনিবার, আসন প্রতি লড়বে ৫১ জন

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের ৩ দফা দাবি

জাবি সংলগ্ন এলাকায় রাতের আধারে ছিনতাই