ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

জবি শিক্ষার্থী আহাদের ফাঁকা আসনে একগুচ্ছ ফুল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ১:১৯

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ফিন্যান্স বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আহাদের স্মরণে পরীক্ষার হলে আসন ফাঁকা ও এক মিনিট নিরবতা পালন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সহপাঠী ও উক্ত বিভাগের শিক্ষকরা। এসময় তার সহপাঠীরা একগুচ্ছ তাজা ফুল ও পরীক্ষার খাতা দিয়ে আহাদের আসনটি ঢেকে রাখেন।

‎সোমবার(২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর ফিন্যান্স বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার হলে এমন দৃশ্য দেখা যায়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন শিক্ষকরা। পরীক্ষার হলে এসময় উপস্থিত ছিলেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ বায়েজিদ আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ছাত্র উপদেষ্টা মোঃ আলমগীর শেখ।

‎আহাদের সহপাঠীরা জানান, আহাদ আমাদের অনেক ভালো একজন বন্ধু। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তাই আমরা তাকে আমাদের মাঝে স্মরণ করে রাখতে আমরা ফুল রেখেছি এবং তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

‎‎ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমবিএ পড়া অবস্থায় একজন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া মেনো নেওয়া যায় না। আমরা তোমাদের মানসিক অবস্থা উন্নয়নের জন্য আমরা ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছি। তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে আলোচনা করবে। প্রয়োজন হলে আমাকেও ব্যক্তিগত ভাবে জানাতে পারো।

‎এ বিষয়ে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ বয়েজিদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাদের ছাত্র উপদেষ্টা সহ আমাদের সকলের কাছে শেয়ার করতে পারো। আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো।

‎‎ছাত্র উপদেষ্টা মোঃ আলমগীর শেখ দৈনিক সকালের সময়কে জানান, আহাদ একজন মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুর ঘটনা এখনো আমার হৃদয়কে ব্যাথিত করে। তাই আজকে আমরা আহাদের স্মরণে একমিনিট নিরবতা পালন করি।

‎‎উল্লেখ্য, মোঃ আহাদ গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন একটি মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেলে মেসের সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তার অর্গান অকেজো হয়ে পরলে ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

এমএসএম / এমএসএম

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ

চারুকলা মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত, অনশন ভেঙেছেন চবি শিক্ষার্থীরা