পরকীয়ার টানে গর্ভের সন্তান নষ্ট করে পুলিশ সদস্যর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলার অভিযোগ

ডিএমপির মোহাম্মাদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য কনস্টেবল তাজুল ইসলাম রুবেলের বিরুদ্বে বরগুনা কোর্টে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার বাদী সুমি আক্তারের মা হেলেনা বেগম।
স্ত্রী নির্যাতনের মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য তাজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে মামলাটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার স্ত্রী সুমি আক্তার পরকীয়ার আসক্ত। পরকীয়ার টানে চলতি বছরের গত মাসে
না বলেই বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ স্ত্রীকে খুঁজে না পাওয়ায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করি, যার নং ১৪৬৪।
পুলিশ সদস্য তাজুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুরের বসিলায় ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামে।
অভিযুক্ত পুলিশ সদস্য তাজুল ইসলাম তার স্ত্রী সুমির বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর এক কর্মকর্তার সাথে পরকীয়ায় আসক্ত। একাধিকবার বুঝিয়েও স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্বামী তাজুল ইসলাম। কিন্তু পরকীয়ার বিষয়টি স্ত্রী সুমির পরিবার ভিন্ন খাতে নিতে আমার মা-বাবা এবং আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে বরগুনা কোর্টে।
তাজুল ইসলাম আরো বলেন, আমার স্ত্রী সুমি আক্তার পরকীয়ার টানে গত মার্চ মাসেও তার গর্ভের প্রথম সন্তান নষ্ট করেছে। সুমি আক্তারকে অনেকবার বোঝালেও কোনো কর্ণপাত করেনি আমার কথায়। সে প্রতিনিয়ত পরকীয়ার ছেলের সাথে কথা বলেই যেত। এই আলাপের একাধিক প্রমাণ আছে বলে জানান পুলিশ সদস্য।
তিনি আরো জানান, মোহাম্মাদপুরের বসিলার বাসা থেকে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানতে পারেন সে (সুমি আক্তার) তার বাবার বাড়িতে অবস্থান করছে। তখন তিনি স্ত্রী সুমির বাড়িতে গিয়ে অনুরোধ করেন ঢাকায় আসার জন্য। কিন্তু তার কথা- সে গ্রামেই থাকবে, ঢাকায় যাবে না। এরমধ্যে ছুটির সময় শেষ হয়ে এলে তিনি (পুলিশ সদস্য) একাই ঢাকায় চলে আসেন এবং তার কর্মস্থলে যোগ দেন। কিন্তু ঢাকায় আসার পর তিনি জানতে পারেন তার মা-বাবা এবং তার বিরুদ্ধে বরগুনা কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন আইনে এবং যৌতুকের দায়ে মামলা করেছে স্ত্রী সুমি আক্তারের মা হেলেনা বেগম, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শুধু স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় এ মামলা- এমটাই দাবি পুলিশ সদস্য তাজুল ইসলামের। এই মামলায় শতভাগ নির্দোষ প্রমাণিত হবে বলেও তিনি জানান।
পুলিশ সদস্য তাজুল ইসলাম আরো বলেন, আমার স্ত্রী সুমি আক্তারের মা হেলেনা বেগম তার দ্বিতীয় মেয়ে তানিয়া আক্তারকে সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে বিবাহ দিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করে এবং মেয়েকেও ডিভোর্স করান।
পুলিশ সদস্য বলেন, তার স্ত্রী সুমি আক্তারের মা হেলেনা বেগম ঠিক একই কায়দায় আমাকেও চাকরিচ্যুত করার জন্য পাঁয়তারা করছেন। সুমি আক্তারের পরকীয়ার একাধিক প্রমাণ আছে বলেও জানান পুলিশ সদস্য তাজুল ইসলাম।
এমএসএম / জামান

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
