নিবন্ধনের আবেদন সময় ২২ জুন পর্যন্ত
ন্যাশনাল রিপাবলিকান পার্টি দেশ জনতা পার্টিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বাংলাদেশের অনিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তি জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা ছিলো আজ ২০ এপ্রিল। তবে নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের আবেদন বিবেচনা করে কমিশন এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত ৮ মাসসহ আজ শেষ দিন পর্যন্ত ন্যাশনাল রিপাবলিকান পার্টি সহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের নেতারা তাদের দলের নিবন্ধন চেয়ে আবেদন দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনে। শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট থেকে গত ৮ মাসে দেশে ২২টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর মধ্যে আছে জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি নূর হাকিম নেতৃত্বাধীন দল দেশ জনতা পার্টি, ছাত্রদের নেতৃত্বাধীন দল এনসিপি। সাংবাদিক শামীম আহমদ নেতৃত্বাধীন দল ন্যাশনাল রিপাবলিকান পার্টি ও ডেসটিনিরি রফিকুল আমিনের রাজনৈতিক দলও আমজনতা পার্টি।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২২টি দলের জন্ম হয়েছে। এর মধ্যে গত বছরের শেষ চার মাসে আত্মপ্রকাশ করে ১১টি দল। আর চলতি বছরের প্রথম চার মাসে আত্মপ্রকাশ করেছে আরো ১১টি দল। আজ শেষ দিন ২ ডজনেরও বেশি আবেদন জমা পরছে। নতুন আত্মপ্রকাশ করা কয়েকটি দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী জেলা ও উপজেলায় কমিটি গঠন ও দলীয় অফিস স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে এনসিপিসহ চলতি বছর আত্মপ্রকাশ করা বেশিরভাগ দল এখনো জেলা ও উপজেলার কমিটি ঘোষণা করতে পারেনি। তৃণমূলে তাদের কোনও জনসমর্থনও নেই। বরং এসব দল নিয়ে হাসাহাসি করছেন স্থানীয় লোকজন। এর মধ্যে সর্বশেষ ডেসটিনির আর্থিক অনিয়মের হোতা রফিকুল আমিনের রাজনৈতিক দল নিয়েও প্রশ্নের শেষ নেই। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেভাবে রাজনৈতিক দলের জন্ম হচ্ছে এতে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে। এনসিপি ছাড়াও গত ৮ মাসে আত্মপ্রকাশ করা আরো কয়েকটি দল নিবন্ধনের সময় বৃদ্ধি এবং নিবন্ধনের শর্ত শিথিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি ও সমতা পার্টি। ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি নামের একটি দল আত্মপ্রকাশ করে গত বছরের ১৯শে সেপ্টেম্বর। হাফেজ মাওলানা মাহমুদ আব্বাসকে আহবায়ক এবং হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনকে সদস্যসচিব ঘোষণা করে দলটি। তবে সেই ঘোষণার ৭ মাস পরও দলটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন আবেদনের শর্ত পূরণ করতে পারেনি। মাওলানা ইলিয়াস বলেন, আমরা নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি জারির পর থেকে ২১ জেলায় ও ৬০ উপজেলায় কমিটি দিতে পেরেছি। কিন্তু আমরা ইসির সব শর্ত পূরণ করতে পারিনি। তাই আমরা ইসির কাছে নিবন্ধনের জন্য আবেদনের সময় বৃদ্ধি ও শর্ত কিছুটা হলেও শিথিল করার আবেদন করব।
দেশ জনতা পার্টির সভাপতি জানিয়েছেন রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেয়া নিয়মনীতি আরো শিথিল করতে হবে। কমিশনের উচিৎ হবে কিছু বিধিবিধান শিথিল করা। এতে সব রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনা সহজ হবে। নির্বাচন কমিশনের কিছু নিয়মকানুন অসাংবিধানিক বলে উল্লেখ করেন দলটির সভাপতি মোঃ নূর হাকিম। তিনি জানিয়েছেন সারাদেশে তাদের দলের কমিটির কর্যক্রম চলমান আছে। জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়া শেষ হলে নির্বাচন কমিশনের বর্তমান চাহিদা মোতাবেক তার দলের নিবন্ধন চেয়ে আবেদন দেবে। কোন দল যদি নির্বাচন কমিশনের কল শর্তাবলী অনুসর করে কমিশনে নিবন্ধনের জন্য আবেদন দেয় তখন কমিশনের উচিৎ হবে ৩ মাসের মধ্যে সেই দলকে নিবন্ধন দেয়া। এর জন্য সুনির্দিষ্ট ৩ বা ৫ বছর পরে আবেদন গ্রহণ করার সময় নির্ধারণ না করা।
একই পরিস্থিতির কথা জানান গত বছরের ২০শে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল সমতা পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশি। তিনি বলেন, আমি ১৩ জেলায় ও ৬২ উপজেলায় কমিটি দিয়েছি। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখনো করতে পারিনি। আর ব্যাংক অ্যাকাউন্টের যে জটিলতা তাতে মনে হয় না যে এটি করা সম্ভব হবে। আমরা নিবন্ধনের শর্ত শিথিল এবং সময় বাড়াতে ইসিতে চিঠি দিয়েছি। গণ অধিকার পরিষদ ভেঙে আসা একাংশের সদস্যরা চলতি বছরের ২৮শে জানুয়ারি আমজনতার দল নামের একটি নতুন দলের নাম প্রকাশ করে। দলটি নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেন, আমরা ৩৬টি জেলা ও ৬০টি উপজেলায় কমিটি দিয়েছি। এর পাশাপাশি ২৬ জায়গায় আমরা অফিস নিয়েছি। আমাদের নেতাকর্মীরা সারা দেশে জেলা কমিটির জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি, দু-তিন দিনের মধ্যে ১০০ উপজেলায় কমিটি গঠন হয়ে যাবে।
চলতি বছরের ১৩ই মার্চ জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আইনজীবীদের নেতৃত্বে জনতার বাংলাদেশ পার্টি নামের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম সবুজ খান এবং মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম। দলটি আত্মপ্রকাশ করার এক মাসের মধ্যে ইসির সব শর্ত পূরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, আমরা ২৫টি জেলা এবং ২০০টি উপজেলায় কমিটি দিয়েছি। গত ২৩ আগস্ট প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আত্মপ্রকাশ করে। সেদিন দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আহবায়ক হিসেবে নিজের নাম ঘোষণা করেন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন। নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ আত্মপ্রকাশের ১৬ দিন পর ৮ই সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে এস এম শাহাদাতের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি। দলটির মহাসচিব সাইফুল আলম। গত বছরের ২৩শে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)। দলটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক মো. বকুল হোসেন হৃদয়। গত বছরের ১৫ই নভেম্বর বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) নামের আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। লন্ডনপ্রবাসী মো. সোহেল রানাকে দলটির আহবায়ক করা হয়। ২৮শে নভেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টি। গত বছর ৩০শে নভেম্বর আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)। এই নতুন দলে গোপালগঞ্জ জেলার জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরীকে আহবায়ক করা হয়। গত বছরের ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারার রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ। খোমেনী এহসানকে আহবায়ক এবং হাসান আরিফকে দলটির সদস্যসচিব ঘোষণা করা হয়। চলতি বছরে গত ৪ জানুয়ারি দেশ জনতা পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। মো. নূর হাকিমকে দলটির চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করা হয়। গত ২৮শে জানুয়ারি মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হকের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামের একটি দলের আত্মপ্রকাশ ঘটে।
গত ১৮ই ফেব্রুয়ারি ‘নতুন সমাজ সমৃদ্ধ দেশ, হোক জনগণের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামের একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। ওই দিন সংবাদ সম্মেলন করে দলের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান প্রকৌশলী ড. বিভূতি রায়। গত ১৯শে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জন-অধিকার পার্টি। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইসমাইল সম্রাট। গত ২০শে মার্চ রাজধানী ঢাকায় ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জনতার দল। প্রাথমিকভাবে দলটিতে তিন সদস্যের একটি আহবায়ক কমিটি কাজ করছে। দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে রয়েছেন জাতিসংঘে কাজ করে আসা ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তাবিষয়ক লেখক ডেল এইচ খান। চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন আজম খান। গত ১১ই এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতান্ত্রিক নাগরিক শক্তি নামের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। নতুন এই দলের চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী। গত ১৪ই এপ্রিল ভাসানী অনুসারী পরিষদ থেকে ভাসানী জনশক্তি পার্টি নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে এক প্রতিনিধি সম্মেলনে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়। নতুন এই দলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু ইউসুফ সেলিম।
সর্বশেষ গত ১৭ই এপ্রিল রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতসহ ৯ দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি)। আত্মপ্রকাশকালে ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন দলটির আহবায়ক ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। দলের সদস্যসচিবের দায়িত্বে আছেন ফাতিমা তাসনিম। রফিকুলের দল ঘোষণার পর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ডেসটিনি থেকে প্রতারিতরা। ২০২৪ সালের ১৬ই নভেম্বর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগের মতোই লোগো নিয়ে গোপনীয়তার সঙ্গে ঢাকার একটি রেস্টুরেন্টে দলটির আত্মপ্রকাশ ঘটে। নির্বাচন কমিশনে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী সময়ে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় আদালতের নির্দেশে জামায়াতে ইসলামীর বি-টিম খ্যাত এবি পার্টি নিবন্ধন পায়। এ ছাড়া নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ( বিএমজিপি)। এ অবস্থায় এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পেতে নতুন ৯৩টি দল আবেদন করে। এর মধ্যে ভুঁইফোড় খ্যাত দুটি দল- বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে নিবন্ধন দেয় তৎকালীন নির্বাচন কমিশন। তার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে আবেদন করা ৭৬টি দলের কোনোটিকেই নিবন্ধন দেয়নি ইসি। পরে ২০১৯ সালে ববি হাজ্জাজের দল এনডিএম আদালতের আদেশে নিবন্ধন পায়।
ইসিতে নিবন্ধিত এই দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিকসহ ২৭টি দল গত বছরের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব দল আবেদন করে নিবন্ধন পায়নি, সেসব দলের তালিকাও সংরক্ষণ করে রেখেছে। এ ধরনের অনিবন্ধিত দলের সংখ্যা ৮৭। এ দলগুলোর মধ্যে রয়েছে- নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, মুসকিল লীগ, নতুন বাংলা, বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ইত্যাদি পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন-প্রবাসী কল্যাণ দল, গণরাজনৈতিক জোট (গর্জো), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), নাকফুল বাংলাদেশ, মুক্ত রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি), জনতার অধিকার পার্টি (পিআরপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, জনস্বার্থে বাংলাদেশ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, গণ অধিকার পার্টি (পিআরপি) ও বাংলাদেশ গরিব পার্টির মতো নামের অনেক দল।
এমএসএম / এমএসএম

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

ন্যাশনাল রিপাবলিকান পার্টি দেশ জনতা পার্টিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নব্য ফ্যাসিবাদ ও তার দোসরদের রুখতে হবে: জিএম কাদের

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধিদল

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী

চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল
