ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

এসএস স্টিলের সম্পদ নিলামে, বকেয়া ঋণ ৪৫৭ কোটি টাকা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:১১

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড। ২৯০ কোটি টাকা বকেয়া ঋণ আদায়ে কোম্পানির সম্পদ নিলামে তুলছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ঢাকার একটি দৈনিক পত্রিকায় ১২ এপ্রিল নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংক এশিয়াও দুই মাস আগে ১৬৭ কোটি বকেয়া ঋণ আদায়ে এসএস স্টিলের সম্পদ নিলাম আহ্বান করেছিল। 
দুটি ব্যাংক মোট ৪৫৭ কোটি বকেয়া ঋণ আদায়ে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ইউসিবির চলমান নিলাম বিজ্ঞপ্তির বিপরীতে আদালতের কাছে সময় প্রার্থনা করে চিঠি প্রদানের প্রস্তুতি চলছে এবং ব্যাংক এশিয়ার বিষয়ে ‘স্টে অর্ডার’ নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার জানিয়েছে এসএস স্টিল কর্তৃপক্ষ।
নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ, ইউসিবির পক্ষ থেকে এসএস স্টিলের মালিকানায় থাকা নারায়ণগঞ্জে ১৩৫ একর ৭৯ শতক জমি, কারখানার ভবন ও যন্ত্রপাতি এবং চট্টগ্রামের ১৯৯ একর ১২ শতক জমি অবকাঠামোসহ নিলাম আহ্বান করা হয়েছে।
ইউসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এসএস স্টিল জমি-অবকাঠামো ও যন্ত্রপাতি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কোম্পানিটি সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ঋণ চুক্তি অনুযায়ী বন্ধকী জমি নিলামে তোলা হচ্ছে। সম্পদ নিলামের বিষয়ে তথ্য জানতে চাইলে এসএস স্টিল লিমিটেডের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ২৯০ কোটি টাকা ঋণ বকেয়া রয়েছে। পরিবর্তিত অন্তর্বর্তী সরকারের আমলে অর্থ সংকুলানের কারণে ঋণ পরিশোধে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। তবে ইউসিবির নিলাম ঠেকাতে আদালতে সময় প্রার্থনা করে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে, চিঠিও ড্রাফট করা হয়েছে। ব্যাংক এশিয়ার ১৬৭ কোটি টাকা ঋণ সম্পর্কে তিনি বলেন, ‘এর আগে ১২ জানুয়ারি ব্যাংক এশিয়া নোটিশ করেছিল। সে বিষয়েও আমরা আদালতকে জানিয়েছি এবং ব্যাংক এশিয়ার বিষয়ে আদালত স্টে অর্ডার দিয়েছে।’ 
এরই মধ্যে এসএস স্টিল লিমিটেডে প্রবল তারল্য সংকট চলছে, যার কারণে কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। অন্যদিকে, ব্যবস্থাপনা ব্যয়ের জোগান সংকটে ব্যাবসায়িক মন্দাভাব চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।  
কোম্পানির চেয়ারম্যান জাভেদ অপগ্যানহাফেন, যিনি পুঁজিবাজারে প্রবলভাবে বিতর্কিত। বিশেষ সুবিধায় জাভেদ অপগ্যানহাফেন দুর্বল কোম্পানিকে অতিরঞ্জিত মুনাফা দেখিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত করেন। ফলে তালিকাভুক্তির কয়েক বছরের মধ্যে কোম্পানি রুগ্্ণ হয়ে ওঠে। পুঁজিবাজারে তালিকাভুক্ত তার কোম্পানিগুলো হচ্ছেÑ জেনারেশন নেক্সট ফ্যাশনস, এসএস স্টিল এবং ফু ওয়াং সিরামিকস লিমিটেড। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের একজন জাভেদ অপগ্যানহাফেন, যার কারণে সরকার পতনের আগেই তিনি ফ্রান্সের প্যারিসে আশ্রয় নেন। তার কোম্পানির শ্রমিকেরা অর্থ সংকটে ভুগলেও প্যারিসে ২৯২ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নিজের বিয়ের অনুষ্ঠান করেন। সম্প্রতি এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 
আরও তথ্য জানতে চেয়ারম্যান জাভেদ অপগ্যানহাফেনকে তার হোয়্যাটসঅ্যাপে গতকাল যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, বকেয়া ঋণ আদায়ে দুটি ব্যাংকের নিলাম আহ্বান সম্পর্কে অজ্ঞাত বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তথ্যানুসন্ধানে মিলেছে, আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছেন এসএস স্টিলের উদ্যোক্তা জাভেদ অফগ্যানহাফেন। তবে ঋণ নিলেও তা পরিশোধ করেননি। তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৭০০ কোটি। এদিকে তার নেতৃত্বাধীন কোম্পানিগুলো একের পর এক সংকটের মুখে। 
ইউসিবির আগে চলতি বছরের জানুয়ারিতে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার বকেয়া ঋণ আদায়ে এসএস স্টিলের সম্পদ নিলামে তোলার ঘোষণা দেয় ব্যাংক এশিয়া। গত ১২ জানুয়ারি দৈনিক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংক এশিয়া। বিজ্ঞপ্তি অনুসারে, গাজীপুরের ১৪৮ একর ৫ শতক জমি, কারখানা ভবন ও কারখানার যন্ত্রপাতিসহ এসএস স্টিলের মালিকানাধীন সবকিছু নিলামে তোলার ঘোষণা দিয়েছিল ব্যাংক এশিয়া। পরে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে সে-যাত্রায় নিলাম ঠেকিয়েছে বিগত সরকারের আমলে বিশেষ সুবিধা নেওয়া ব্যবসায়ীর মালিকানাধীন এসএস স্টিল।
২০২০ সালের আগস্টে প্রায় ১৬০ কোটি টাকা বিনিয়োগ করে সালেহ স্টিলের ৯৯ শতাংশ শেয়ার কেনে এসএস স্টিল। ২০২২ সালের এপ্রিলে আল-ফালাহ স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনে নেয় ৮৭ কোটি ৪৬ লাখ টাকায়। এরপর আল-ফালাহ স্টিলে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছিল এসএস স্টিল। বড় বিনিয়োগের জেরে বার্ষিক এমএস রড উৎপাদন সক্ষমতা বাড়লেও ঋণে জড়িয়ে পড়ে এসএস স্টিল। আর ঋণের বোঝা টানতে গিয়েই বিপাকে পড়ে, যার কারণে দুটি ব্যাংকের ৪৫৭ কোটি বকেয়া ঋণ আদায়ে নিলাম আহ্বান করা হয়েছে। অন্যদিকে, বেতন না পেয়ে কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

এমএসএম / এমএসএম

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চাপে ভারতের অর্থনীতি, বাণিজ্য ঘাটতির রেকর্ড

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম