রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে এল কিছুটা স্বস্তি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে ঢাকায়।
রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস যুক্ত হওয়ায় আক্ষরিক অর্থেই পরিবেশ কিছুটা শীতল হয়েছে। গরম কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে।
সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। এরপর সবাই অপেক্ষা করছিলেন কখন বৃষ্টি নামবে। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।
এদিকে, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখি ঝড় হয়েছে। বজ্রপাত ও কালবৈশাখীতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়ছে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সোমবার (১২ মে) দেশের আরও কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএসএম / এমএসএম

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন
