ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাহিত্যের দুই দিকপালকে ঘিরে প্রাণবন্ত বাঙলা কলেজ


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:২

বাংলা সাহিত্যের দুই মহান কবি — রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের এক অভূতপূর্ব সম্মিলনে মুখর হয়ে ওঠে কলেজ চত্বর।

সকালে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন,
“রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির দুই অনন্য উচ্চতা। তাঁদের জীবনদর্শন, কাব্যচিন্তা ও মানবতাবোধ বর্তমান প্রজন্মের জন্য অমূল্য পথনির্দেশনা হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক নাহিদ পারভীন। তিনি বলেন,
“তিনি তাঁর বক্তব্যে কবি দু’জনের সাহিত্যকীর্তি এবং তাঁদের চিরন্তন আবেদন নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন হুমায়রা মোর্শেদা আক্তার, যিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্মের সাম্প্রতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রাঞ্জল ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন। পুরো আয়োজনের পরিকল্পনা ও সমন্বয় করেন অনুষ্ঠানের আহ্বায়ক ড. মাহবুবা পারভীন।

সভায় কলেজের বিভিন্ন সহ-শিক্ষা সংগঠনের প্রতিনিধি, বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান,( ভারপ্রাপ্ত )সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন। পরিবেশনায় ছিল একাধিক নজরুলগীতি ও রবীন্দ্রসঙ্গীত, যার সঙ্গে ছিল শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য। পুরো আয়োজন জুড়েই ছিল সাহিত্য, সুর ও ছন্দের অনুপম মেলবন্ধন।

অনুষ্ঠানে দুই কবির স্মরণে আবৃত্তি করা হয় তাঁদের কিছু কালজয়ী পঙ্ক্তিও।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে:
"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।"

কাজী নজরুল ইসলামের কবিতা থেকে:
"আমি চির বিদ্রোহী বীর — বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি চির-উন্নত শির!
সিঁধ খুলে করেছি মুক্ত সব গলিত শৃঙ্খল শির।"

আয়োজকরা আশা প্রকাশ করেন, সাহিত্য ও সংস্কৃতির এমন আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের মনন ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা