ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

দুর্বল হয়েছে গভীর নিম্নচাপ, অবস্থান করছে টাঙ্গাইল এলাকায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২৫ দুপুর ১:৩০

গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। যা এখন টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে এখনও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে। এটি বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অবশ্য, গতকাল রাতেই বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থলভাগে উঠে এসে দুর্বল হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর অবস্থান আরও দুর্বল হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর অর্থ, সমুদ্র বন্দর ও উপকূলবর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সতর্ক থাকতে হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্য ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোতেও ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মৎস্যজীবী ও নৌযান সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলবর্তী গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে যাবে এবং মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের বর্ষা মৌসুমের সূচনাতেও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুধু রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলেই ১৯৫ মিলিমিটার অতিভারী বৃষ্টি হয়েছে। আর আজও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে। এছাড়া, আজ দিনের তাপমাত্রা গতকালের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে। 

এমএসএম / এমএসএম

বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন