রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) ২০২৫-২৬ মেয়াদের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিন-কে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত বুধবার (২৮ মে) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন এ কমিটির অনুমোদন দেন। আজ শুক্রবার (৩০ মে) সংগঠনের প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম রাজুর পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নুসরাত ইশিতা এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারিক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ মুরাদ হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের তোফাজ্জল হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস. এম. রিজন, সহ-সাংগঠনিক সম্পাদক একই বিভাগের মুবতাসিম তালাল, প্রচার সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঈনুল ইসলাম রাজু, মানবাধিকার পর্যবেক্ষণ সম্পাদক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রাজিয়া সুলতানা আকন্দ জিসা, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু ছালেহ শোয়েব, আইন সহায়তা সম্পাদক আইন বিভাগের শিহাব হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের আব্দুল্লাহ আল মাহফুজ।
কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আইন বিভাগের ইয়াসিন আরাফাত আরমান, সহ-অফিস সম্পাদক আরবি বিভাগের মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শাহীন আলম, আইটি সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের সুপ্রভা ইসলাম, জনসংযোগ সম্পাদক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাজ্জাদ হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ইমরান হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক লোকপ্রশাসন বিভাগের মাশকাত হোসাইন সৌমিক, ছাত্রকল্যাণ সম্পাদক ইতিহাস বিভাগের মো. ফেরদৌস শরীফ, গবেষণা ও উন্নয়ন সম্পাদক সমাজকর্ম বিভাগের সরাত জাহান নওরীন, সহ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফিশারিজ বিভাগের মাসুমা ইসরাত মুমু।
এছাড়াও, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- গনিত বিভাগের হাসিব জাওয়াদ, আরবি বিভাগের লাবু হোসেন, সমাজকর্ম বিভাগের জাকিয়া ইসলাম রোজা, ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল ফারাবি, আরবি বিভাগের হাবিবুল্লাহ বাহার, সমাজকর্ম বিভাগের শাহজাহান তপু, শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. কাওসার হোসাইন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ নানা সামাজিক ও দাতব্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি