ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৫-২০২৫ বিকাল ৬:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) ২০২৫-২৬ মেয়াদের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিন-কে সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

গত বুধবার (২৮ মে) সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব নতুন এ কমিটির অনুমোদন দেন। আজ শুক্রবার (৩০ মে) সংগঠনের প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম রাজুর পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নুসরাত ইশিতা এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম,  যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল বারিক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ মুরাদ হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের তোফাজ্জল হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস. এম. রিজন, সহ-সাংগঠনিক সম্পাদক একই বিভাগের মুবতাসিম তালাল, প্রচার সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঈনুল ইসলাম রাজু, মানবাধিকার পর্যবেক্ষণ সম্পাদক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রাজিয়া সুলতানা আকন্দ জিসা, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু ছালেহ শোয়েব, আইন সহায়তা সম্পাদক আইন বিভাগের শিহাব হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরবি বিভাগের আব্দুল্লাহ আল মাহফুজ।

কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আইন বিভাগের ইয়াসিন আরাফাত আরমান, সহ-অফিস সম্পাদক আরবি বিভাগের মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শাহীন আলম, আইটি সম্পাদক রাকিবুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের সুপ্রভা ইসলাম, জনসংযোগ সম্পাদক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাজ্জাদ হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ইমরান হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক লোকপ্রশাসন বিভাগের মাশকাত হোসাইন সৌমিক, ছাত্রকল্যাণ সম্পাদক ইতিহাস বিভাগের মো. ফেরদৌস শরীফ, গবেষণা ও উন্নয়ন সম্পাদক সমাজকর্ম বিভাগের সরাত জাহান নওরীন, সহ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফিশারিজ বিভাগের মাসুমা ইসরাত মুমু। 

এছাড়াও, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- গনিত বিভাগের হাসিব জাওয়াদ, আরবি বিভাগের লাবু হোসেন, সমাজকর্ম বিভাগের জাকিয়া ইসলাম রোজা, ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল ফারাবি, আরবি বিভাগের হাবিবুল্লাহ বাহার, সমাজকর্ম বিভাগের শাহজাহান তপু, শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. কাওসার হোসাইন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ নানা সামাজিক ও দাতব্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি পালিত

জবিতে সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই তৈরি হচ্ছে জুলাই ডকুমেন্টারি

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন