জামায়াতের নিবন্ধন-প্রতীক ও ইশরাক ইস্যুতে রায়ের কপির অপেক্ষায় ইসি
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। তবে আদালতের রায়ের কপি এখনো হাতে পায়নি নির্বাচন কমিশন (ইসি)। এই দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে রায়ের কপি হাতে পাওয়ার অপেক্ষায় ইসি।
রোববার (১ জুন) নির্বাচন কমিশনে দুটি ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
জামায়াতের নিবন্ধন ইস্যুতে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পর এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা পাবে কি? এ বিষয়ে সচিব বলেন, প্রতীকের ব্যাপারে বলেছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবে। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন সেটার কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না।
ইশরাক ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আবারও বলছি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না।
মেয়রের মেয়াদের শেষ দিন এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, শেষ দিন কি, শুরু দিন, এটার ব্যাপারেও আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত একটা কাগজ আদালত থেকে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকবো।
বিষয়টি কোন পর্যন্ত গড়াবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশনেরও সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে। কাজেই কাগজটা আগে হাতে পেলেই এটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
এমএসএম / এমএসএম
অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন
মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে
প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯
ডিএমপির পাঁচ এডিসিকে বদলি
সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে