কমলাপুরে ভিড় বাড়লেও স্বস্তি যাত্রীদের
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ট্রেনে ঈদযাত্রাও শুরু হয়েছে আগেই। ছুটি যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে কমলাপুর রেলস্টেশনে। গত কয়েক দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে।
তবে ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঈদযাত্রা শুরু করতে পারছেন। এজন্য স্বস্তি প্রকাশ করেছেন তারা। অন্যদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (৪ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, স্টেশনে প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয়েছে। বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। এরপর দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। সবশেষ প্ল্যাটফর্মে প্রবেশের আগে পুনরায় টিকিট প্রদর্শন করে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে।
এছাড়া চুরি-ছিনতাইসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এবার সময়মতো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধসহ নানান উদ্যোগের ফলে এবার ঈদযাত্রা স্বস্তির হচ্ছে।
দেওয়ানগঞ্জের যাত্রী উম্মে আফসানা বলেন, তিস্তা ঈদ স্পেশাল ট্রেনের টিকিট কেটেছি। অনেকদিন পরে বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, এটাই অনেক আনন্দের।
জামালপুরের যাত্রী মোবারক হোসেন বলেন, এবার স্টেশনের ব্যবস্থাপনা ভালো। টিকিট ছাড়া যাত্রীরা স্টেশনে ঢুকতে পারছে না, এটা ভালো উদ্যোগ। ট্রেনও সময়মতো ছাড়ছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির।
Aminur / Aminur
মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে
প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯
ডিএমপির পাঁচ এডিসিকে বদলি
সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে