ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতভর যানজট, সকাল থেকে ধীরগতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ দুপুর ১২:৫৫

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগের দিন থেকেই ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়ে গেছে। এতে মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের। মঙ্গলবার (৩ জুন) রাতভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজট দেখা গেছে। তবে আজ (বুধবার) সকাল থেকে মহাসড়কের কোথাও হালকা যানজট আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন।

বুধবার সকালে চট্টগ্রামগামী লেনে মুন্সিগঞ্জের ভবেরচর অংশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তা ছড়িয়ে পড়ে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। পরে পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক হতে শুরু করে।

মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টায় এই যানজট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারে পৌঁছায়। এরপর থেকে ধীরে ধীরে যানজট কমতে থাকে। সকাল ১০টার দিকে মহাসড়কের ১০ থেকে ১২ কিলোমিটার যানজট ছিল।

অপরদিকে, বুধবার সকাল থেকে মহাসড়কের কুমিল্লা অংশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সড়ক ভিজে যাওয়ায় কম গতিতে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধির ফলে এবং বৃষ্টির কারণে ধীরগতিতে চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) মহাসড়কের কোথাও যানজট নেই।

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রাজেশ বড়ুয়া নামের এক যাত্রী  বলেন, ভোর ৫টায় ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা দিই। নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা সেতু এলাকায় পৌঁছার পর থেকেই যানজটে আটকা পড়ি। এতে এক ঘণ্টার পথ চার ঘণ্টায় অতিক্রম করতে হয়েছে। দাউদকান্দির পরে আর কোথাও যানজট পাইনি। তবে অনেক ধীরে চলেছে গাড়ি।

অপরদিকে গাড়ির চাপ বৃদ্ধির প্রভাব গিয়ে পড়ছে টোলপ্লাজাগুলোতে। টোলপ্লাজা এলাকায় কিছুটা যানজট লক্ষ্য করা গেছে।

দুলাল মাহমুদ নামের এক যাত্রী  বলেন, ঢাকা থেকে ভোর ৫টায় সেন্ট মার্টিন পরিবহনের বাসে উঠি। মেঘনা সেতু এলাকায় পৌঁছার পর যানজটে আটকা পড়েছি। সাড়ে তিন ঘণ্টা সময় অতিরিক্ত নষ্ট হয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম  বলেন, মহাসড়কের কুমিল্লা অংশ যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, থানা পুলিশ, শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মহাসড়কের কুমিল্লার অংশে কোনো যানজট নেই।

এমএসএম / এমএসএম

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে

প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯

ডিএমপির পাঁচ এডিসিকে বদলি

সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন