বাস টার্মিনালে যাত্রীর চাপ, দুর্ভোগ চরমে

ঈদুল আজহার আগের দিনগুলোতে রাজধানীর প্রধান প্রধান বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঢল দেখা যায়। ব্যতিক্রম নয় এবারের ঈদেও। শনিবার (৭ জুন) ঈদুল আজহা উদযাপনে ঈদের ছুটিকে সামনে রেখে শুক্রবার (৬ জুন) সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল। সকাল ৭টা থেকেই যাত্রীরা দলে দলে টার্মিনালে ভিড় করতে শুরু করেন। কেউ পরিবার নিয়ে, কেউ একা ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে।
তবে যাত্রীদের চাপের তুলনায় বাসের সংখ্যা কম। ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার আগে টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস পাননি।
যেমনটা বলছিলেন ময়মনসিংহগামী যাত্রী মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সকাল ৭টার দিকে এসেছি। ৯টার বাস ছিল, এখন ১১টা পেরিয়ে গেছে বাসের দেখা নেই।
টাঙ্গাইলের যাত্রী নুপুর আক্তার বলেন, বাচ্চা, ব্যাগ—সব নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। টিকিট কেটেছি ৫ দিন আগে, কিন্তু বাস নেই।
অন্যদিকে আছে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ। নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০-৩০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল থেকে সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় বাস যায়।
আরাফাত হোসেন নামের প্রাইভেট কোম্পানির কর্মচারী অভিযোগ করে বলেন, ৩৫০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা নিচ্ছে। ঈদের সময় হলেও সব সময় হয়রানির মধ্যে পড়তে হয়। টার্মিনালে তদারকি করার মতো কেউ নেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলেও খুব বেশি কার্যকর বলা যাবে না।
নাম প্রকাশ না করে মহাখালী টার্মিনালের একজন সুপারভাইজার বলেন, বাসের সংখ্যা কম, কারণ অনেক বাস মালিক রাস্তায় যানজটে পড়েছে কিংবা যান্ত্রিক সমস্যায় ভুগছে। আমরা চেষ্টা করছি যেন ধীরে ধীরে সব বাস ছাড়তে পারে। এছাড়া ঈদ সার্ভিস দিতে গিয়ে চালক সংকট রয়েছে। আর রাজধানীর যানজটের বিষয়ে নতুন করে কি বলবো। নানা অজুহাতে ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ মিথ্যা নয়। তবে সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
এদিকে আজ সকালে কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করেছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম

বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়

শুধু অতীত নয়, বর্তমানের দুর্নীতিও থামাতে হবে : জ্বালানি উপদেষ্টা

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

একদিনে ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশন ও নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব
