ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

এবার আর ইজরায়েল নয়- আমেরিকার 'বুকে'আঘাত করল ইরান


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ২:৪০

ইজরায়েলকে লক্ষ করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকান্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় ৭ লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাটি বা স্বার্থে হামলা হয়,তাহলে ওয়াশিংটন সম্পুর্ন শক্তিতে জবাব দেবে।

 

এদিকে ইরানের তারভর ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েল ৫ জন নিহত হয়েছেন,বলে জানিয়েছেন ইজরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা।  এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান- ইজরায়েলের পারস্পরিক হামলায় ইজরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

 

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে আসা ছবিতে দেখা গেছে, একটি জ্বালানি গুদামে ইজরায়েলের হামলার পর বিশা অগ্নিকাণ্ডে আকাশ আলোকিত হয়ে উঠেছে। ইজরায়েলের এই হামলা ইরানের তেল ও গ্যাস খাতকে লক্ষ করে চালানো হয়েছে,যা বৈশ্বিক অর্থনীতি এবং ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করেছে।

 

ইজরায়েলের প্রতিরহ্মা মন্ত্রী ইজরায়েল কাটজ সোমবার হুশিয়ারি দিয়ে বলেছেন,তেহরানের বাসিন্দারা এর মূল্য চুকাবে- আর খুব শিগগিরই। সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য হ্মতি হয়েছে।দূতাবাসের কর্মিদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন দূতাবাস।

আবিদ রহমান / আবিদ রহমান

ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ফের দাবি করলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন, ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ

২০৩০ এজেন্ডা বাস্তবায়নে চীনের ভূমিকা প্রশংসনীয়: জাতিসংঘ কর্মকর্তা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস

ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না: নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করল কানাডা

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

গাজায় একদিনে নিহত ৮৩, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ৩০০

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি