এবার আর ইজরায়েল নয়- আমেরিকার 'বুকে'আঘাত করল ইরান
ইজরায়েলকে লক্ষ করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকান্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।
আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় ৭ লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাটি বা স্বার্থে হামলা হয়,তাহলে ওয়াশিংটন সম্পুর্ন শক্তিতে জবাব দেবে।
এদিকে ইরানের তারভর ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েল ৫ জন নিহত হয়েছেন,বলে জানিয়েছেন ইজরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান- ইজরায়েলের পারস্পরিক হামলায় ইজরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
অন্যদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে আসা ছবিতে দেখা গেছে, একটি জ্বালানি গুদামে ইজরায়েলের হামলার পর বিশা অগ্নিকাণ্ডে আকাশ আলোকিত হয়ে উঠেছে। ইজরায়েলের এই হামলা ইরানের তেল ও গ্যাস খাতকে লক্ষ করে চালানো হয়েছে,যা বৈশ্বিক অর্থনীতি এবং ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করেছে।
ইজরায়েলের প্রতিরহ্মা মন্ত্রী ইজরায়েল কাটজ সোমবার হুশিয়ারি দিয়ে বলেছেন,তেহরানের বাসিন্দারা এর মূল্য চুকাবে- আর খুব শিগগিরই। সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য হ্মতি হয়েছে।দূতাবাসের কর্মিদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন দূতাবাস।
আবিদ রহমান / আবিদ রহমান
ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা
টানা বর্ষণ-তুষারপাত : নেপালে এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ত্রাণের ৭৫ শতাংশই আটকে রেখেছে ইসরায়েল
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ফখরুল
ইসরায়েলের সঙ্গে গুগল-অ্যামাজনের গোপন চুক্তি ফাঁস
২ হাজার ১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা দিলো পাকিস্তান
যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী
মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫