এবার আর ইজরায়েল নয়- আমেরিকার 'বুকে'আঘাত করল ইরান
ইজরায়েলকে লক্ষ করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকান্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।
আমেরিকার দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় ৭ লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাটি বা স্বার্থে হামলা হয়,তাহলে ওয়াশিংটন সম্পুর্ন শক্তিতে জবাব দেবে।
এদিকে ইরানের তারভর ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েল ৫ জন নিহত হয়েছেন,বলে জানিয়েছেন ইজরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা। এর ফলে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান- ইজরায়েলের পারস্পরিক হামলায় ইজরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
অন্যদিকে, ইরানের রাজধানী তেহরান থেকে আসা ছবিতে দেখা গেছে, একটি জ্বালানি গুদামে ইজরায়েলের হামলার পর বিশা অগ্নিকাণ্ডে আকাশ আলোকিত হয়ে উঠেছে। ইজরায়েলের এই হামলা ইরানের তেল ও গ্যাস খাতকে লক্ষ করে চালানো হয়েছে,যা বৈশ্বিক অর্থনীতি এবং ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য বড় হুমকি তৈরি করেছে।
ইজরায়েলের প্রতিরহ্মা মন্ত্রী ইজরায়েল কাটজ সোমবার হুশিয়ারি দিয়ে বলেছেন,তেহরানের বাসিন্দারা এর মূল্য চুকাবে- আর খুব শিগগিরই। সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আছড়ে পড়ে তেল আভিভে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায়। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য হ্মতি হয়েছে।দূতাবাসের কর্মিদের হতাহতের সম্ভাবনা নেই। তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মার্কিন দূতাবাস।
আবিদ রহমান / আবিদ রহমান
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু
সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ
মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সামাজিক মাধ্যমের পোস্ট খতিয়ে দেখার প্রস্তাব
স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া
কঠোর হচ্ছে ইউরোপের অভিবাসননীতি
ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০