ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গণতন্ত্র চর্চায় সাফল্য, বাঙলা কলেজে নাহিদা পারভীন পুনরায় সম্পাদক নির্বাচিত


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১২:৩৬

সরকারি বাঙলা কলেজে ২০২৫ সালের শিক্ষক পরিষদের নির্বাচন মঙ্গলবার (২৪ জুন) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই কলেজ চত্বরে ছিল প্রাণচাঞ্চল্য। শিক্ষক সমাজের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

১৬২ জন ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা পারভীন। তার পূর্ববর্তী অভিজ্ঞতা ও সুনামের ভিত্তিতে শিক্ষক সমাজ আবারও আস্থা রেখেছে তার প্রতি।

অন্যান্য বিজয়ীরা হলেন— যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম (ভূগোল ও পরিবেশ বিভাগ), কোষাধ্যক্ষ মো. আবদুল মুকীত (ইসলামিক স্টাডিজ), দপ্তর সম্পাদক হাসান আলী (ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সায়লা ইয়াসমিন প্রিয়া (রসায়ন বিভাগ)।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. জামান রিজভী (হিসাববিজ্ঞান), তাহিয়া সারওয়ার (প্রাণিবিদ্যা) ও তানিয়া হাসিন (মৃত্তিকাবিজ্ঞান বিভাগ)।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রাব্বানী। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন খন্দকার মো. রেদওয়ানুর রহমান ও কামরুন নাহার। তাদের পেশাদার তত্ত্বাবধানে নির্বাচনটি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

ফল ঘোষণার পর নাহিদা পারভীন বলেন, “শিক্ষক সমাজের আস্থা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সততা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষক পরিষদের কাজ চালিয়ে যাব।” তিনি বলেন, “এই পরিষদ শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা বজায় রাখা ও সহমর্মিতার প্রতীক হিসেবে কাজ করে যাবে।”

নবনির্বাচিত সদস্যরা জানান, তারা শিক্ষক স্বার্থ ও মর্যাদা রক্ষায় কাজ করবেন এবং কলেজ প্রশাসনের সঙ্গে মিলেই শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন।

নির্বাচনটি শিক্ষক সমাজ ও কলেজ প্রশাসনের কাছে গণতন্ত্র, সহমর্মিতা ও অংশগ্রহণমূলক চর্চার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান