ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৪:৫০

চাঁদাবাজির দয়ে বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দুই নেতাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল নেতারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও কর্মী হাসিবুল ইসলাম হাসিব। এর আগে গত বছরের ১৯ অক্টোবর তারা চাঁদাবাজির দায়ে সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন৷ আরেক অভিযুক্ত হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশাল। অপরদিকে ভুক্তভোগী হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন। তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার (২৫ জুন) মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী  জসিম উদ্দিন। জিডি ও লিখিত অভিযোগে তিনি বলেন, 'মাগরিবের নামাজ শেষে আমি এবং আমার বন্ধু বুধপাড়া জিয়া স্কুল রোড এলাকায় হাঁটছিলাম। এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা আহসান হাবীব, হাসিব ও বিশালসহ ১০-১২ জনের মোটরসাইকেল বহর আমাদের পথরোধ করে। তারা আমাকে আলাদা করে নেয় এবং বিগত সময়ের ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণের ছবি দেখিয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে তারা ২০০০ টাকা চাঁদা দাবি করে।'

তিনি আরও বলেন, 'আমি তাদের জানাই, হলে থাকার জন্য কিছু বড় ভাইয়ের সাথে প্রোগ্রামে অংশ নিই, কিন্তু কখনো কোনো ছাত্র নির্যাতন বা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমি জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে সক্রিয় ছিলাম এই প্রমাণও দিই। তবুও তারা আমাকে মারধর করে। পরে আমি ১৫০০ টাকা দিয়ে কোনোমতে ছাড়া পাই। তারা আমাকে হুমকি দেয়, ভবিষ্যতে ছাত্রদলের প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। এ ঘটনার পর থেকে আমি চরম মানসিক বিপর্যয়ে আছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।'

চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আহসান হাবিব বলেন, 'এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জসিম রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালিবের ক্যাডার। শাহ মখদুম হলসহ পুরো ক্যাম্পাসে সে চাঁদাবাজি, সিট বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িত ছিল। কিন্তু ৫ আগস্টের পরে সে নিরীহ সাজার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে একটা প্রোগ্রামে যাওয়ার পথে রাস্তায় ওর সাথে দেখা হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করি। কিন্তু সে উল্টো আমাদের সাথে দূর্ব্যবহার করে। রাত আড়াইটার দিকে বিশেষ কারো মদতে ছাত্রদলকে হেয় করার উদ্দেশ্যে সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে মাত্র ১৫০০ টাকা চাঁদাবাজির কাল্পনিক পোস্ট করছে। সে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মিথ্যাচার করছে। এর বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।'

তবে অভিযুক্ত হাসিব ও বিশালের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, তারা চাঁদাবাজি দায়ে আগেই বহিষ্কৃত। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। সেক্ষেত্রে ছাত্রদল কোনো প্রকার বাধা বা শেল্টার প্রদান করবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, 'আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা