ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইবিতে নিহত সাজিদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আলটিমেটাম


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১২:৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসসহ ১৫ দফা দাবিতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ থেকে লিখিতভাবে আশ্বাস পাওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সাজিদের পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া ও সমগ্র বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতে আগামী ৬ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া নতুন হলের নাম 'সাজিদ আব্দুল্লাহ'র নামে নামকরণ, তদন্ত কমিটিতে নিরপেক্ষ শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত, প্রত্যেকটি আবাসিক হলে শিক্ষার্থীদের এন্ট্রি ও এক্সিট শতভাগ মনিটরিংয়ের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের চারপাশে পূর্ণাঙ্গ নিরাপত্তাবেষ্টিত বাউন্ডারি ওয়াল নির্মাণ, ক্যাম্পাসে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন ও সক্রিয় রাখা, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, হল প্রভোস্ট, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা তাদের সবাইকে নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত থাকা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমস্যা সমাধানে সরাসরি জবাবদিহিতার আওতায় আনা এবং ক্যাম্পাসের মেইন গেটের পাশাপাশি সকল এন্ট্রি পয়েন্টে নিরাপত্তা কর্মী নিয়োগ ও এসব সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে তার বাস্তবায়নের নিয়মিত অগ্রগতি প্রকাশ করার দাবি করেন তারা।

পরে বিকেল চারটার দিকে প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দেওয়া হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র অনাকাঙ্খিত মৃত্যুর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নেয়া হলো।

শিক্ষার্থীরা জানান, দাবিসমূহ ৬ দিনের ভেতর বাস্তবায়ন করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি না মানলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।

এমএসএম / এমএসএম

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ঢাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

ডাকসু নির্বাচনের ভোটগণনা শুরু

টিএসসি কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, ‘বিরক্ত’ ভোটাররা

শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ

শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোটগ্রহণ

ভোটটা উদযাপন করতে চাই : ছাত্রদল প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল

ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল

ডাকসু নির্বাচন : নারী ভোটকেন্দ্রে লম্বা লাইন

রাত পোহালে ডাকসু নির্বাচন

পবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা