ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন ও বিজনেস ইনকিউবেশন সেন্টার উদ্বোধন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৯-২০২১ রাত ৮:৪৫

এসএমই উদ্যোক্তাদের ব্যবসার বিকাশ সমস্যা সমাধানে সহায়তা, প্রাথমিক পর্যায়ের প্রযুক্তিগত সেবা, প্রাথমিক  তহবিল, ল্যাব সুবিধা, পরামর্শ, নেটওয়ার্ক এবং বাজার সংযোগে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকায় বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছে এসএমই ফাউন্ডেশন। সেই সাথে উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনও উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেগম রোকেয়া সরণির পশ্চিম কাফরুলে জহির স্মার্ট টাওয়ারে এ দুটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষণসমূহকে আরো অর্থবহ করার লক্ষ্যে ফাউন্ডেশন কর্তৃক ইন্সটিটিউট অব এমএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। ইন্সটিটিউট অব এমএমই ফাউন্ডেশনে ৩০জন প্রশিক্ষণার্থীর জন্য একটি প্রশিক্ষণ ভেন্যু এবং ২০জন প্রশিক্ষণার্থীর জন্য একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রশিক্ষণ ইন্সটিটিউটের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে মধ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করা সম্ভব হবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে এসএমই ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই খাতের দ্রুত অগ্রগতির অন্যতম পূর্বশর্ত  উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরি। বিজনেস ইনকিউবেশন সেন্টার উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির প্রধান হাতিয়ার হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। বিজনেস ইনকিউবেশন সেন্টার মূলত পরামর্শমূলক এবং প্রশাসনিক সেবা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনকিউবেশন সেন্টারের প্রধান উদ্দেশ্য হল সফল ও টেকসই উদ্যোক্তা তৈরি।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় এসএমই নীতিমালা ২০১৯ এ সম্ভাবনাময় ক্লাস্টারগুলোতে ইনকিউবেশন সেন্টার স্থাপন ও কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপনের জন্য উৎসাহিত করা হয়েছে এবং এসএমই ফাউন্ডেশনকে প্রধান বাস্তবায়নকারী সংস্থার ম্যান্ডেট  দেওয়া হয়েছে। তারই আলোকে এসএমই ফাউন্ডেশন সেই লক্ষ্যে কাজ করে যাছে। বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর উদ্যোগে (‘Second Small and Medium Sized Enterprise Development Project (SMEDP-2)’ শীর্ষক প্রকল্পের আওতায়  ঢাকা ও চট্টগ্রামে দু’টি পাইলট ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

ইনকিউবেশন সেন্টার হল সেই প্রতিষ্ঠান যা উদ্যোক্তাদের তাদের ব্যবসার বিকাশ এবং এর সাথে সম্পর্কিত সকল কিছু সমাধানে সহায়তা করে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ের ব্যবসা এবং প্রযুক্তিগত সেবা, প্রাথমিক  তহবিল, ল্যাব সুবিধা, পরামর্শ, নেটওয়ার্ক এবং বাজার সংযোগে সহায়তা প্রদান করে। ইনকিউবেশন সেন্টার সাধারনত: সরকারি অথবা বেসরকারি সংস্থা বা পাবলিক প্রতিষ্ঠান যেমন কলেজ এবং বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালনা করা হয। ইনকিউবেশন সেন্টাররের মূল লক্ষ্য হল তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা এবং  আর্থিক ও প্রযুক্তিগত সেবা প্রদান করে তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করা। ইনকিউবেশন সেন্টার উদ্যোক্তা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে ব্যবসায়িক ধারণাগুলি বিকাশ লাভ করে এবং তহবিলের উৎস, মানব শক্তি এবং সম্ভাব্য বাজার ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা তৈরিতে কার্যকর ভূমিকা রাখে।

ঢাকায় স্থাপিত বিজনেস ইনকিউবেশন সেন্টারটি এসএমই ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে ও চট্টগ্রামে স্থাপিত বিজনেস ইনকিউবেশন সেন্টারটি চিটাগ্যাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (সিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধায়নে পরিচালিত হবে। বিজনেস ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে নতুন এসএমই উদ্যোক্তাদের অর্থপ্রাপ্তি, প্রযুক্তি ও উদ্ভাবন, বাজারে প্রবেশ, ব্যবসায় সহযোগিতা, তথ্যের সুযোগ নিশ্চিতসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

জামান / জামান

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’

অর্থ উপদেষ্টা-গভর্নর পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

পুঁজিবাজারে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

কিছুটা কমেছে মুরগির দাম, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত

টিসিবির ফ্যামিলি কার্ড: স্বল্পমূল্যের পণ্যবঞ্চিত দেড় কোটির বেশি দরিদ্র মানুষ

সরকার ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় : বিকেএমইএ সভাপতি

প্রাণী সুস্থ থাকলে মানুষও থাকবে নিরাপদ: উপদেষ্টা ফরিদা

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে এলো গম

কিছুটা কমেছে সবজির দাম

একলাফে সোনার দাম কমলো ৮৩৮৬ টাকা

ইলিশের চাপ রুই-কাতলার বাজারে, গরু-মুরগিতেও নেই স্বস্তি