ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১১:৮

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন।
দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং শান্তি চায়।
তিনি অভিযোগ করেন, বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।
ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাত চায় না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কো রুবিও ও ইসহাক দারের এটিই প্রথম বৈঠক। এরআগে তাদের টেলিফোনে কথা হয়েছিল। বৈঠকে ‘বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে’ পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেন রুবিও। বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তান সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করেছে, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলেও জানিয়েছে ডন। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
ইসহাক দার বৈঠকে বলেন, আমেরিকান ব্যবসায়ী সম্প্রদায় এবং বিনিয়োগকারীদের জন্য পাকিস্তান একটি আকর্ষণীয় গন্তব্য। আঞ্চলিক শান্তির বিষয়ে দুই দেশেরই একই দৃষ্টিভঙ্গি এবং স্বার্থ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সম্প্রদায় দুই দেশের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করছে। 
উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নীতকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন; যার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার ওপর নতুন করে জোর দেওয়া হয়েছে।
দার বলেন, আমরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়েও মতামত বিনিময় করেছি। সাম্প্রতিক পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকার আমি প্রশংসা করি। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে রুবিও ইরানের সাথে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গঠনমূলক ভূমিকা পালনের জন্য পাকিস্তানের অব্যাহত আগ্রহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Aminur / Aminur

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের

বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু

সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা