সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের
আফ্রিকার দেশ সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবেইয়ে নৃশংস হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) কর্মরত বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীদের এই হামরার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।
জাতিসংঘ মিশন বলেছে, শনিবার সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলে ড্রোন হামলায় বাংলাদেশি অন্তত ছয়জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। ঢাকাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, এই প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং শোকাহত পরিবারের পাশে রয়েছে পাকিস্তান।
তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে সংঘাত প্রতিরোধ, বেসামরিক মানুষকে সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে থাকেন জাতিসংঘ শান্তিরক্ষীরা। তাহির আন্দ্রাবি বলেছেন, অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরত অবস্থায় এই নীল হেলমেটধারীদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই কাপুরুষোচিত হামলার দায়ীদের শনাক্তে দ্রুত তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে পাকিস্তান আহ্বান জানাচ্ছে।
পাকিস্তানের এই কর্মকর্তা বলেন, জাতিসংঘের সকল শান্তিরক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ‘ভয়াবহ’ ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি বলেন, দক্ষিণ কোরদোফানে শান্তিরক্ষীদের বিরুদ্ধে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায্য নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, তিনি হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত। তিনি জাতিসংঘকে বাংলাদেশের কর্মীদের জন্য প্রয়োজনীয় যেকোনো জরুরি সহায়তা নিশ্চিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন।
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল আবেইয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।
সূত্র: জিও নিউজ।
Aminur / Aminur
এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু
সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ
মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সামাজিক মাধ্যমের পোস্ট খতিয়ে দেখার প্রস্তাব
স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া
কঠোর হচ্ছে ইউরোপের অভিবাসননীতি
ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭