ফের পোষ্য কোটা বাস্তবায়নের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায়
পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানান তারা। এসময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতির অংশ হিসেবে পরীক্ষা ছাড়া বেশকিছু বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে অংশ নিয়ে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক বলেন, 'পৃথিবীর সব দেশেই যুগে যুগে প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল স্টেকহোল্ডার শিক্ষার্থীরা, আর শিক্ষক ও কর্মকর্তারা তাদের সেবা প্রদান করে থাকেন। আমি যেহেতু সেবক, আমার স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সবকিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা সহজ বিষয়, এখানে না বোঝার কিছু নেই।'
তিনি আরও বলেন, 'শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করা ছিল অমানবিক আচরণ, যা কখনো কাম্য নয়। প্রশাসনের প্রতি আহ্বান এক মাসের মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে সমঝোতায় আসতে হবে।'
এসময় উর্দু বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান বলেন, 'আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি, বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি। কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে আমাদের সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছুই নয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বিদ্যমান থাকলেও আমরা কেন বঞ্চিত হবো? আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবো।'
কর্মসূচীতে ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, 'রাত ১০ টার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে আগে যেটা ছিল (পোষ্য কোটা) ঐটা ফিরিয়ে আনতে হবে।'
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি