ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফের পোষ্য কোটা বাস্তবায়নের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ১:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায়  
পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল ও সকল বৈষম্য দূরীকরণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানান তারা। এসময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। 

কর্মবিরতির অংশ হিসেবে পরীক্ষা ছাড়া বেশকিছু বিভাগের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক বলেন, 'পৃথিবীর সব দেশেই যুগে যুগে প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল স্টেকহোল্ডার শিক্ষার্থীরা, আর শিক্ষক ও কর্মকর্তারা তাদের সেবা প্রদান করে থাকেন। আমি যেহেতু সেবক, আমার স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সবকিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা সহজ বিষয়, এখানে না বোঝার কিছু নেই।'

তিনি আরও বলেন, 'শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করা ছিল অমানবিক আচরণ, যা কখনো কাম্য নয়। প্রশাসনের প্রতি আহ্বান এক মাসের মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে সমঝোতায় আসতে হবে।'

এসময় উর্দু বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান বলেন, 'আমরা নতুন কোনো দাবি নিয়ে সমাবেত হইনি, বরং আমাদের অধিকার পুনরায় চালুর দাবিতে দাঁড়িয়েছি। কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে আমাদের সন্তানদের বঞ্চিত করা বৈষম্য ছাড়া কিছুই নয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বিদ্যমান থাকলেও আমরা কেন বঞ্চিত হবো? আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হবো।'

কর্মসূচীতে  ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, 'রাত ১০ টার মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে আগে যেটা ছিল (পোষ্য কোটা) ঐটা ফিরিয়ে আনতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। 

এমএসএম / এমএসএম

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা বিশ্বকে বিস্মিত করেছে: ইউজিসি চেয়ারম্যান

ইবিতে বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন 

গোবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান বায়োকেমিস্টি এন্ড মলিকুলার বিভাগ