ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ইউননানে ১০ম ল্যানকাং-মেকং ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৪৪

ইউননানের আনিংয়ে  ১০তম ল্যানকাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মালি মরিস সানগিয়ামপোংসা এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন, লাওসের পররাষ্ট্রমন্ত্রী শ্যারন সাই, মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান্ট সো এবং ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন উপস্থিত ছিলেন।

ওয়াং ই বলেছেন যে, গত ১০ বছরে, ছয়টি দেশ তাদের নেতাদের সম্পাদিত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে মনোযোগ দিয়ে বাস্তবায়ন করেছে এবং ল্যানকাং-মেকং সহযোগিতা ব্যাপক উন্নয়নের দ্রুত পথে প্রবেশ করেছে, যা এই অঞ্চলের সবচেয়ে গতিশীল এবং প্রতিশ্রুতিশীল সহযোগিতা ব্যবস্থায় পরিণত হয়েছে। একটি নতুন সূচনার বিন্দুতে দাঁড়িয়ে, সকল পক্ষের উচিত ঐক্য ও সহযোগিতা, উন্মুক্ততা ও জয়-জয় ফলাফল, সবুজ উদ্ভাবন এবং শান্তি ও প্রশান্তির ‘ল্যানকাং-মেকং সহযোগিতার’ উন্নয়নকে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো। যৌথভাবে ল্যানকাং-মেকং সহযোগিতার একটি নতুন সোনালী দশকের সূচনা করা উচিত এবং শান্তি ও সমৃদ্ধির দিকে লক্ষ্য রেখে ল্যানকাং-মেকং দেশগুলোর জন্য একটি অভিন্ন স্বার্থের কমিউনিটির নির্মাণকে ত্বরান্বিত করা উচিত।

ওয়াং ই চারটি পরামর্শ পেশ করেছেন: শীর্ষ-স্তরের নকশা শক্তিশালী করা; উদ্ভাবনী উন্নয়ন মেনে চলা; আইন প্রয়োগকারী সহযোগিতা আরও গভীর করা এবং জনগণের বিনিময় জোরদার করা।
বেঠকে অংশগ্রহণকারীরা গত ১০ বছরে ল্যানকাং-মেকং সহযোগিতার অর্জনের উচ্চ প্রশংসা করেছে এবং চীনের গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রশংসা করেছে। সকল পক্ষ একমত হয়েছে যে, একটি জটিল ও গুরুতর আন্তর্জাতিক দৃশ্যপটের মুখোমুখি হয়ে, তাদের অবশ্যই সকল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে, বহুপাক্ষিকতা বজায় রাখতে হবে, মুক্ত বাণিজ্য রক্ষা করতে হবে, আন্তঃসীমান্ত অপরাধ দমন করতে হবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার জন্য যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

বৈঠকে তিনটি ফলাফলের নথি প্রকাশ করা হয়েছে: ‘ল্যানকাং-মেকং সহযোগিতার জন্য পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা (২০২৩-২০২৭) বাস্তবায়নের জন্য ২০২৪ সালের অগ্রগতি প্রতিবেদন’; ‘ল্যানকাং-মেকং সহযোগিতার বিশেষ তহবিল দ্বারা সমর্থিত প্রকল্পগুলির ২০২৫ তালিকা’; এবং ‘ল্যানকাং-মেকং সহযোগিতা ব্যবস্থার অধীনে অ-প্রথাগত নিরাপত্তা সহযোগিতা জোরদার করার অগ্রগতি, চ্যালেঞ্জ এবং পথ’।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

চীনকে নজরে রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান

আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আকারে বড় হচ্ছে হারিকেন অ্যারিন

জামিন পেলেন ইমরান খান

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

চীন-ভারত সীমান্ত বিরোধ মেটাতে দিল্লির বৈঠকে কী আলোচনা হলো?

নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১