চীন-ভারত আস্থা ও সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ:চীনা মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ১৮ই আগস্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের সফর ও চীন-ভারত সীমান্ত সমস্যা বিষয়ে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠকের সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন।
চীনা মুখপাত্র জানান, গত বছরের অক্টোবরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজানে সুষ্ঠুভাবে সাক্ষাত করেছেন। যা দু’দেশের সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বারের ভারত সফরের সুযোগে, চীন ভারতের সাথে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চায়। একযোগে দু’দেশের উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে, পারস্পরিক
রাজনৈতিক আস্থা ও বাস্তব সহযোগিতা জোরদার করে, সুষ্ঠুভাবে মতবিরোধ মোকাবিলা করে দু’দেশের সম্পর্ককে অব্যাহতভাবে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায় চীন।
চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের বৈঠকটি হচ্ছে দু’দেশের সীমান্ত আলোচনার উচ্চ পর্যায়ের মাধ্যম। গত বছরের ডিসেম্বরে, চীন-ভারত সীমান্ত সমস্যা বিশেষ প্রতিনিধিদের ২৩তম বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের সীমানা নির্ধারণ আলোচনা, সীমানা নিয়ন্ত্রণ, ব্যবস্থা নির্মাণ, সীমান্ত বিনিময় ও সহযোগিতাসহ একাধিক মতৈক্য হয়েছে। এ বছর থেকে, দু’পক্ষ কূটনেতিক যোগাযোগ বজায় রেখে ইতিবাচকভাবে উল্লেখিত বিষয়ে মতৈক্য বাস্তবায়নে কাজ করে আসছে।
এবারের বৈঠক সম্পর্কে তিনি জানান, আগের মতৈক্যের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে, চীন ভারতের সঙ্গে একযোগে অব্যাহতভাবে উল্লেখিত খাতে গভীর মতবিনিময় করা এবং একযোগে সীমান্ত অঞ্চলের টেকসই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।
ভারত থাকার সময়ে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়সঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন বলে চীনা মুখপাত্র উল্লেখ করেছেন।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম

চীনকে নজরে রাখতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে জাপান

আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

ভারতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ধসে গেল ঘরবাড়ি-রাস্তা

৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গাজায় ইসরায়েলি হামলায় সাহায্যপ্রার্থীসহ নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আকারে বড় হচ্ছে হারিকেন অ্যারিন

জামিন পেলেন ইমরান খান

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

চীন-ভারত সীমান্ত বিরোধ মেটাতে দিল্লির বৈঠকে কী আলোচনা হলো?

নিজ বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১
