চীন-ভারত আস্থা ও সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ:চীনা মুখপাত্র
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ১৮ই আগস্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের সফর ও চীন-ভারত সীমান্ত সমস্যা বিষয়ে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠকের সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন।
চীনা মুখপাত্র জানান, গত বছরের অক্টোবরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজানে সুষ্ঠুভাবে সাক্ষাত করেছেন। যা দু’দেশের সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বারের ভারত সফরের সুযোগে, চীন ভারতের সাথে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চায়। একযোগে দু’দেশের উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে, পারস্পরিক
রাজনৈতিক আস্থা ও বাস্তব সহযোগিতা জোরদার করে, সুষ্ঠুভাবে মতবিরোধ মোকাবিলা করে দু’দেশের সম্পর্ককে অব্যাহতভাবে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায় চীন।
চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের বৈঠকটি হচ্ছে দু’দেশের সীমান্ত আলোচনার উচ্চ পর্যায়ের মাধ্যম। গত বছরের ডিসেম্বরে, চীন-ভারত সীমান্ত সমস্যা বিশেষ প্রতিনিধিদের ২৩তম বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের সীমানা নির্ধারণ আলোচনা, সীমানা নিয়ন্ত্রণ, ব্যবস্থা নির্মাণ, সীমান্ত বিনিময় ও সহযোগিতাসহ একাধিক মতৈক্য হয়েছে। এ বছর থেকে, দু’পক্ষ কূটনেতিক যোগাযোগ বজায় রেখে ইতিবাচকভাবে উল্লেখিত বিষয়ে মতৈক্য বাস্তবায়নে কাজ করে আসছে।
এবারের বৈঠক সম্পর্কে তিনি জানান, আগের মতৈক্যের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে, চীন ভারতের সঙ্গে একযোগে অব্যাহতভাবে উল্লেখিত খাতে গভীর মতবিনিময় করা এবং একযোগে সীমান্ত অঞ্চলের টেকসই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।
ভারত থাকার সময়ে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়সঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন বলে চীনা মুখপাত্র উল্লেখ করেছেন।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম
এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের
বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ
চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু
সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ