ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার স্থানান্তর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:১২

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মুরাদপুর শাখা ৩১ আগস্ট ২০২৫ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (দি ওয়াজীহুনবাগ, মির্জারপুল, হোল্ডিং নং-০৭, কাতালগঞ্জ, পাঁচলাইশ, চট্টগ্রাম) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম রাশেদ সরওয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের মুরাদপুর শাখার ব্যবস্থাপক  মো: মঞ্জুর হোসেন খান। 

গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে এক্সক্লুসিভ ক্যান লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির, পার্কভিউ হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম এবং ইকুইটি প্রোপার্টিজ এর চেয়ারম্যান ও ভবন মালিক মাহফুজুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জুবলী রোড শাখার ব্যবস্থাপক এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানান্তরিত শাখার কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক   মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, আমরা গ্রাহকদের চাহিদা ও তাদের সুবিধার্থে এই শাখাটিকে সু-পরিসর জায়গায় স্থানান্তর করেছি। আজ থেকে ১৮ বছর পূর্বে এই এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, শুরু থেকেই এই মুরাদপুর শাখাটি অত্র এলাকার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে সাধ্যমত অবদান রেখে আসছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য সর্বত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের অধিক সুনাম রয়েছে। অত্র এলাকার ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিক বিনিয়োগে আগ্রহী।

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার বলেন, আমরা এই এলাকায় শাখাটি নতুন জায়গায় স্থানান্তর করেছি আপনাদেরকে ব্যাংকিং সেবা প্রদানের জন্য। আমাদের কর্মকর্তারা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা প্রদানে সদা প্রস্তুত আছে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনাদের সহযোগিতায় অত্র এলাকার উন্নয়নে আমরা আরো অধিক অবদান রাখতে পারব বলে আশা পোষণ করছি।

এমএসএম / এমএসএম

এফবিসিসিআই এর সাথে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বিএউএফটিতে মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা শীর্ষক গোলটেবিল

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিলেন বিচারক মামুনুর রশিদ

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো GPX DEMON GR 250R

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন বিষয়ক কর্মশালা

বিসিকের উদ্যোগে 'মধু মেলা ও বাংলাদেশের মৌচাষ উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার স্থানান্তর

পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু ও ৯০০ শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের রিসোর্টে অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

উত্তরা ক্লাবে ৩ দিন ব্যাপি আবাসন মেলা