ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১-২০২৬ রাত ১১:২৯

ম্যানেজমেন্টের দৃঢ় দিক-নির্দেশনা ও সমন্বিত কৌশলগত পরিকল্পনার ফলে মুনাফা, বিক্রয়, ইপিএস, অপারেটিং ক্যাশ ফ্লোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এরই প্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩.৩৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫৮.৮৭ কোটি টাকা বেশি।
চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। 
প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর’২০২৫ সময়ে কোম্পানির বিক্রয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪৮ শতাংশ বা ২১৫.৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যথারীতি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সাথে কাঁচামাল ক্রয়ের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা গত বছরের একই সময়ের চেযে ৫৮.৮৭ কোটি টাকা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা হয়েছে।  
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই- ডিসেম্বর, ২০২৫) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০.৯০ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৯.১৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭.২৪ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮.৪১ টাকায় দাঁড়িয়েছে। 
চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯.৪১ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬.৩০ টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো’র এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ৮.০৭ শতাংশ বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ১৮.৯৭ শতাংশ হ্রাস পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।  
২০২৫-২৬ অর্থ বছরে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।    
চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির ম্যানেজমেন্ট। 

এমএসএম / এমএসএম

২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র বিতরণ

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ হেলথ-এর কৌশলগত চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিএমইউতে দেশের প্রথম রিজনাল অ্যানেস্থেসিয়া বিষয়ক ক্যাডেভার ওয়ার্কশপ অনুষ্ঠিত

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক পিএলসি এবং রবি আজিয়াটা পিএলসি-এর যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ডের যাত্রা শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী পালন

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে উইন্টার ফোক ফেস্ট সিজন অনুষ্ঠিত

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ