ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিলেন বিচারক মামুনুর রশিদ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ৪:৫২

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ। আইন ও বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ তার কাছে দায়িত্ব অর্পণ করেন।

শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।

বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) তৃতীয় ব্যাচের মেধাবী সদস্য মামুনুর রশিদ ২০০৮ সালের ২২ মে রাজশাহী মেট্রোপলিটন বিচার বিভাগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে যোগ দিয়ে বিচারিক কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে শেরপুরের সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ ও নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম), মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে তিনি কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক পদে যোগ দেন।

বিচারক মামুনুর রশিদ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী বিসিএস (প্রশাসন), বিসিএস (পুলিশ) ও বিচারকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যবাহী গোরচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এমএলএম সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের পর তিনি লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) ট্রেইনি অফিসার, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের (সাবেক শিল্প ব্যাংক) সিনিয়র অফিসার, উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার ও কোর্স কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রেই তার সফলতার ছাপ রয়েছে।

এছাড়াও, বহুমুখী প্রতিভার অধিকারী মামুনুর রশিদ জাতীয় পর্যায়ের দাবাড়ু। সপ্তম শ্রেণি থেকেই তার কবিতা, গল্প, নাটক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। চলতি বছর একুশের বইমেলায় তার গল্পগ্রন্থ ‘নীলজল দিগন্ত’ প্রকাশিত হয়েছে।

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারক মামুনুর রশিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের পাশাপাশি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করবেন বলে জানান জেলা নাজির বেদারুল আলম। এর আগে একাধিকবারও তিনি এ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, কক্সবাজারের ১৮তম সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়।

এমএসএম / এমএসএম

এফবিসিসিআই এর সাথে সাউথইস্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বিএউএফটিতে মানসম্মত শিক্ষা প্রসারে কলেজ প্রিন্সিপালদের ভূমিকা শীর্ষক গোলটেবিল

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব নিলেন বিচারক মামুনুর রশিদ

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আয়োজন

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রজন্মের আইকন ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান

জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো GPX DEMON GR 250R

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন বিষয়ক কর্মশালা

বিসিকের উদ্যোগে 'মধু মেলা ও বাংলাদেশের মৌচাষ উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার স্থানান্তর

পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৮৭ বস্তা আলু ও ৯০০ শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের রিসোর্টে অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

উত্তরা ক্লাবে ৩ দিন ব্যাপি আবাসন মেলা