ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

শিল্পের অগ্রগতির লক্ষ্যে পূর্বাচলে চলছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৫ বিকাল ৫:১৪

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় ১০-১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’ সংশ্লিষ্ট ‘২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ - সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই-কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’। 

বুধবার, প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহিদুল ইসলাম, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; বেবী রানি কর্মকার, মহাপরিচালক-১ (যুগ্ম সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. মুজিব-উল-ফেরদৌস, মহাপরিচালক (যুগ্ম সচিব), লোকাল ইনভেস্টমেন্ট প্রমোশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. শামসুজ্জামান, সিআইপি, সহ-সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং মিজানুর রহমান, সহ-সভাপতি (ফাইন্যান্স), বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে। প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩০টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফ্যাব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ এবং টেক্সটাইল কেমিক্যালস-সহ সর্বাধুনিক টেক্সটাইল পণ্যসমূহ প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের সমগ্র গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের ক্রেতা-বিক্রেতাদের জন্য অত্যাধুনিক এবং নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম। এছাড়া, প্রদর্শনীসমূহ টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট বৈশ্বিক নির্মাতাদের সাথে প্রত্যক্ষভাবে একই ছাদের নিচে নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করছে। পাশাপাশি, প্রদর্শনীসমূহ প্রতিযোগিতামূলক অ্যাপারেল সোর্সিংয়ের বিশ্ব বাজারে লাভজনক লেনদেনের সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করছে।

আয়োজকদের মতে, এ প্রদর্শনীসমূহ ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) মিটিং প্লেস, যেখানে ব্যবসার প্রসারে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা একত্রিত হওয়ার সুযোগ পান। প্রায় পঁচিশ বছর ধরে, বাংলাদেশ টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স, সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রদর্শনী ও প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। প্রদর্শনীসমূহ যাত্রালগ্ন থেকে বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি, কারখানাগুলোকে অত্যাধুনিক যন্ত্রপাতি, অটোমেশন এবং জ্বালানি-সাশ্রয়ী সমাধানের মাধ্যমে তাদের কার্যক্রমকে আধুনিকীকরণে সহায়তা করেছে।  

এরই ধারাবাহিকতায় টেক্সটাইল ভ্যালু চেইনকে উপস্থাপনের লক্ষ্যে, এবারের প্রদর্শনীতে থাকছে অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত উপকরণ, সাসটেইনেবল ডাইস্টাফ এবং রাসায়নিক উদ্ভাবন প্রভৃতি পণ্যের প্রদর্শন। প্রদর্শনীসমূহ বিদেশি ও দেশি সরবরাহকারী, ক্রেতা এবং বিক্রেতাদের সর্ববৃহৎ মিলনমেলা হওয়াতে - বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে গিয়ে ক্রেতা অনুসন্ধান বা ভিসা জটিলতা পোহাতে হচ্ছে না। বরং, অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয়ে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট ক্রেতা এবং সরবরাহকারীরা এক ছাদের নিচে একত্রিত হতে পারছেন। একইভাবে, ডাই-কেম প্রদর্শনী, বাংলাদেশ সাসটেইনেবল পণ্য ব্যবহারের চর্চাকে এগিয়ে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি সাসটেইনেবল কেমিক্যালস, বায়োডিগ্রেডেবল ও পরিবেশবান্ধব সমাধানগুলো উপস্থাপন করেছে, যা এখন আন্তর্জাতিক কমপ্লায়েন্সের শর্ত পূরণের জন্য অপরিহার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের সুদীর্ঘ ঐতিহ্যকে সমুন্নত রাখতে, বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশকে বিজনেস হাব হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সেমস-গ্লোবালের এ প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি, এ ত্রয়ী প্রদর্শনীতে আগত বিদেশি ক্রেতা ও বিক্রেতার বাংলাদেশ ভ্রমণ, পর্যটন ক্ষেত্রেও ভিন্ন মাত্রা যুক্ত করেছে। এ প্রদর্শনী প্রতি বছরই বাংলাদেশি প্রস্তুতকারকদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডসের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে, সোর্সিং বহুমুখী করতে, উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তির সংস্পর্শে আসতে সহায়তা করে। যা পোশাক শিল্পের ভবিষ্যৎ রূপদানে দারুণভাবে সহায়ক হচ্ছে।

আয়োজকরা আরো জানান, যেহেতু বৈশ্বিক বস্ত্র ও পোশাক শিল্প একটি বড় সাপ্লাই চেইন পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বাংলাদেশ নতুন সুযোগ ও পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এমতাবস্থায় এ প্রদর্শনীসমূহে রয়েছে সুপরিকল্পিত ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং প্রোগ্রাম, সেমিনার ও সরাসরি পণ্যের প্রদর্শন। যা, বৈশ্বিক বাজারে স্থানীয় শিল্প উদ্যোক্তাগণের অংশীদারিত্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করছে। 

প্রদর্শনীতে থাকছে ৫টি আন্তর্জাতিক সেমিনার। অ্যাক্সেন্টেক পিএলসি আজিয়াটা গ্রুপের সহ-আয়োজনে, ১০ সেপ্টেম্বর, বুধবার, বিকাল ৫:০০  ৬:০০, ‘ফাইভ জি, ক্লাউড অ্যান্ড বিয়োন্ড: সেইপিং অ্যা সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার। টেক্সটাইল টুডে ম্যাগাজিনের সহ-আয়োজনে, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৪:১৫ ৫:৪৫, ‘উইনিং দ্যা গেইম উইথ ইনোভেশন কম্পিটিটিভনেস’ শীর্ষক সেমিনার। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সহ-আয়োজনে, ১২ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৩:০০ ৪:৩০, ‘ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বাংলাদেশের আরএমজি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার। একইদিনে, ইকোভিয়া লিমিটেডের সহ-আয়োজনে বিকাল ৫:০০ ৬:০০, ‘ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ: সার্কুলার ইকোনমি সল্যুশনস ফর দ্য টেক্সটাইল ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনার। বাংলাদেশে আলিবাবা ডটকমের চ্যানেল পার্টনার স্কাই টেকের সহ-আয়োজনে, ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১১:৩০ দুপুর ১:০০, ‘হাউ আলিবাবা ডটকম সাপোর্টস এক্সপোর্টারস ইন রিচিং ইন্টারন্যাশনাল মার্কেটস’ শীর্ষক সেমিনার।

আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে ট্রাভেল, কুরিয়ার অ্যান্ড কার্গো পার্টনার হিসেবে থাকছে বেঙ্গল এয়ারলিফট এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে ‘টেক্সটাইল টুডে’ ও ‘টেক্সটাইল ফোকাস’। গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহ ১০-১৩ সেপ্টেম্বর চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে।

এমএসএম / এমএসএম

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে যোগদান

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল

এখন দেশজুড়ে শুরু হয়েছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল!

ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এর ৯ম বার্ষিক সাধারণ সভা, মেম্বার্স নাইট ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ‘স্টার্টআপ নেস্ট’ চালু: দেশের প্রথম ব্যাংক-নির্ভর স্টার্টআপ অ্যাক্সেলারেটর

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিএমএসএমই নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪৪ জন অপরাধী গ্রেফতার

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ