ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ন্যাশনাল ব্যাংকের আইএসও সার্টিফিকেশন অর্জন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ১১:৩২

ন্যাশনাল ব্যাংক আন্তর্জাতিক মানসম্পন্ন ISO 27001:2022 Information Security Management System (ISMS) সার্টিফিকেশন অর্জন করেছে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহুজাতিক কোম্পানি TÜV SÜD এর কান্ট্রি হেড জনাব কে. নাগরাজ আনুষ্ঠানিক ভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এর নিকট সার্টিফিকেট হস্তান্তর করেন। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 এসময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী বলেন, ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই সার্টিফিকেশন তথ্য নিরাপত্তা ও আইটি গভর্নেন্সে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘ মেয়াদি প্রতিশ্রুতি এবং টেকসই অগ্রযাত্রার প্রতিফলন। ISO 27001:2022 সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে ব্যাংকের তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং আন্তর্জাতিক মান দণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
 তিনি আরো উল্লেখ করেন, এই অর্জন আমাদের তথ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, ঝুঁকিব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব বিভাগের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ফল। ভবিষ্যতেও ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
 প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংক ২০১০ সালে নিজস্বভাবে উন্নত সফটওয়্যারের জন্য প্রথম ISO সার্টিফিকেশন অর্জন করে। এই অর্জনের ধারাবাহিকতায় ব্যাংক ২০১৮ সালে ISO 27001:2013 (ISMS) সার্টিফিকেশন লাভ করে, যা সম্পূর্ণ IT infrastructure জন্য একটি সমন্বিত cyber security কাঠামো নিশ্চিত করে।  ব্যাংক তার Information Technology  ও  Information Security  অগ্রযাত্রায় বহু উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে সুরক্ষিত ডাটা সেন্টার, বৃহৎ পরিসরের ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম, শক্তিশালী কোর ব্যাংকিং সিস্টেম, Well managed  ও Load balanced নেটওয়ার্ক অবকাঠামো, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ।
ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্ব ব্যাংক ভবিষ্যৎ AI driven সেবার দিকে অগ্রসর হচ্ছে, এবং smart বিনিয়োগের মাধ্যমে আরও দ্রুত, নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত