দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ড পুরস্কার অর্জন করলো স্যামসাং মোবাইল
টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস বাংলাদেশ-এর স্বীকৃতি অর্জন করেছে স্যামসাং মোবাইল । উদ্ভাবনী প্রযুক্তি, গ্রাহকদের আস্থা এবং সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এবারের স্বীকৃতিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এআই।
স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যুক্ত হওয়া পরবর্তী প্রজন্মের এই গ্যালাক্সি এআই প্রযুক্তি আরও স্মার্ট, ব্যক্তিকেন্দ্রিক এবং সুরক্ষিত মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা দিবে। এটি দৈনন্দিন কাজকে করে তুলবে আরও সহজ, যোগাযোগকে করবে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত এবং সৃজনশীলতাকে নিয়ে যাবে এক নতুন মাত্রায়।
স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে কাজ করতে সক্ষম গ্যালাক্সি এআই, এর পাশাপাশি মিড রেঞ্জের এ-সিরিজ ডিভাইসে যুক্ত হয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’। এই প্রযুক্তিগুলো একত্রে একটি উন্নত ইকোসিস্টেম গড়ে তোলে, যা ব্যবহারকারীর জীবনধারার সঙ্গে মানানসই সেবা দিতে সক্ষম।
পুরস্কার প্রাপ্তি নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার এমএক্স ডিভিশনের প্রোডাক্ট ও মার্কেটিং-কমিউনিকেশন প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। মানুষের প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করেছি বাংলাদেশে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে আরও উন্নত ও সন্তোষজনক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী সুপারব্র্যান্ডস এমনসব ব্র্যান্ডকে স্বীকৃতি দেয় যারা গুণগতমান, নির্ভরযোগ্যতা ও বাজারে নেতৃত্বদানের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তারা নিয়মিত ব্র্যান্ড-ভিত্তিক বই ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকে। একটি সুপারব্র্যান্ড ভোক্তাদের কাছে এমনসব ব্যবহারিক সুবিধা প্রদান করে, যা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় আলাদা এবং যার জন্য ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে ক্রয় করে থাকেন।
সুপারব্র্যান্ডস বাংলাদেশ টানা দুই বছর ধরে দেশের উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোকে এই সম্মাননায় ভূষিত করছে।
এমএসএম / এমএসএম
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স শক্তিশালী করার জন্য বোর্ড-প্রস্তুত মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের শক্তিশালী পাইপলাইন প্রদর্শনের জন্য আইসিএবি এবং আইএফসি উচ্চ-স্তরের গোলটেবিল বৈঠক আয়োজন
যমুনা ব্যাংক পিএলসি এবং হরাইজন রেমিট এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার মধ্যে বৈদেশিক রেমিট্যান্স ড্রইং এগ্রিমেন্ট স্বাক্ষর
দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু হচ্ছে ১১ ডিসেম্বর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১০তম সভা অনুষ্ঠিত
শোক সংবাদ
ইউনিয়নপে কার্ড ইস্যু সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক পিএলসি
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ ছাদেকুর রহমান
বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা