যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনার ডিভাইস

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার সম্প্রতি বাংলাদেশে একটি ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন বদলে নেওয়া যাবে একটি নতুন অনার ডিভাইস।
ফোনের বাজারদর বা মডেল যা-ই হোক না কেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যেকোনো ব্র্যান্ডের এবং যেকোনো মডেলের স্মার্টফোন ব্যবহারকারী তার ব্যবহৃত ফোনটি পরিবর্তন করে নিতে পারবেন একটি নতুন অনার স্মার্টফোন।
গ্রাহকদের জন্য ন্যায্য মূল্য এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি শীর্ষস্থানীয় ডিভাইস মূল্যায়ন এবং আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ফ্লিপার’ এর সঙ্গে অনার অংশীদারিত্ব করেছে।
ফ্লিপার এর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনার এর ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতন ফোনের বর্তমান বাজারমূল্য মূল্যায়ন করবেন। তাদের এই মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্য নতুন অনার ডিভাইসের মূল মূল্য থেকে বিয়োগ করা হবে। এতে করে গ্রাহকেরা আরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দমত অনার স্মার্টফোন কিনতে পারবেন।
অনার বাংলাদেশ-এর হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, “সাধারণত, স্মার্টফোন বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। আর আমাদের এই এক্সচেঞ্জ অফার গ্রাহকদের পছন্দের অনার ডিভাইস কেনার ক্ষেত্রে সেই বাধা দূর করবে। গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্রহণ করছি। গ্রাহকের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়াই আমাদের মূল লক্ষ্য।
এই এক্সচেঞ্জ অফারটি বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সকল অনার স্মার্টফোনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নতুন অনার স্মার্টফোন কেনার সময় কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও থাকছে, যাতে বিভিন্ন আয়ের গ্রাহকেরা তাদের সুবিধা অনুযায়ী ফোন ক্রয় করতে পারেন।
অনারের অন্যতম প্রাতিষ্ঠানিক লক্ষ্য হলো আধুনিক এআই প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করা এবং প্রিমিয়াম স্মার্টফোন ফিচারকে আরও সাশ্রয়ী দামে উপভোগ্য করে তোলা। এ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনার-এর এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।
এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য জানতে অথবা নিকটস্থ অনার ব্র্যান্ড স্টোর খুঁজে পেতে, গ্রাহকরা অনার বাংলাদেশের ওয়েবসাইটে থাকা অনার স্টোর লোকেটর ব্যবহার করতে পারবেন।
এমএসএম / এমএসএম

ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এর ৯ম বার্ষিক সাধারণ সভা, মেম্বার্স নাইট ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ‘স্টার্টআপ নেস্ট’ চালু: দেশের প্রথম ব্যাংক-নির্ভর স্টার্টআপ অ্যাক্সেলারেটর

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিএমএসএমই নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪৪ জন অপরাধী গ্রেফতার

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ

স্বপ্ন’র নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ছে আনসার-ভিডিপি—মহাপরিচালক
