ঢাকা ব্যাংক পিএলসি-এর বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা 'ইরিন ডিভাইস অ্যাপ'-এর উদ্বোধন

ঢাকা ব্যাংক পিএলসি আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা যার নাম “ইরিন ডিভাইস অ্যাপ”-এর উদ্বোধন করেছে। স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের জন্য চালু হওয়া এই অ্যাপের লক্ষ্য হলো সেবা খাতের পেশাজীবী, মাইক্রো উদ্যোক্তা এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা। ঢাকা ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) এ. কে. এম. শাহনেওয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুংমিন জুং একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক ও টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাংলাদেশ ব্যাংক-এর পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট) মো. ইকবাল মোহাসিন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কমিশনার মাহমুদ হোসেন, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এক্সেল টেলিকম প্রা. লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টিপু এবং ইনফিনিয়া টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. সরোয়ার জাহান মোরশেদ, পিএইচডি। এছাড়াও ঢাকা ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ— এ.এম. এম. মোয়েনউদ্দিন (অপারেশন্স), শেখ আব্দুল বাকির, মো. মোস্তাক আহমেদ (CAMLCO) এবং আখলাকুর রহমান (কর্পোরেট ব্যাংকিং) উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) এ. কে. এম. শাহনেওয়াজ মন্তব্য করেন যে, “ইরিন ডিভাইস কেবল একটি ঋণ নয়—এটি ডিজিটাল ক্ষমতায়নের দ্বারপ্রান্ত, যা ব্যাংকবহির্ভূত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সংযোগ, শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে।” স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুংমিন জুং বলেন, এই সহযোগিতা প্রচলিত ঋণ গ্রহণের বাধা দূর করেছে এবং অচিরেই নির্দিষ্ট স্যামসাং অনুমোদিত স্টোরে এ সেবা পাওয়া যাবে। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এ অংশীদারিত্ব স্মার্টফোন ব্যবহার বৃদ্ধি ও ডিজিটাল গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করবে। এক্সেল টেলিকম প্রা. লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টিপু গ্রাহকদের জন্য নমনীয় স্যামসাং ডিভাইস ফাইন্যান্সিং সুবিধা প্রদানের উচ্ছ্বাস প্রকাশ করেন। ইনফিনিয়া টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. সরোয়ার জাহান মোরশেদ উল্লেখ করেন, এই প্ল্যাটফর্ম এআই, ফিনটেক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থাকে একত্র করেছে। “ইরিন ডিভাইস ফাইন্যান্সিং”-এর মাধ্যমে গ্রাহকরা সহজ কিস্তিতে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস কেনার সুযোগ পাবেন। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে— ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই, ব্যাংকবহির্ভূত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত, এআই-চালিত সাইকোমেট্রিক ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই এবং সম্পূর্ণ ডিজিটাল আবেদন ও অনুমোদন প্রক্রিয়া। গ্রাহকরা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনুমোদিত হলে দ্রুত ডিভাইস সরবরাহ করা হবে, যা সবার জন্য সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এমএসএম / এমএসএম

ঢাকা ব্যাংক পিএলসি-এর বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা 'ইরিন ডিভাইস অ্যাপ'-এর উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

সেরা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ‘ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

নোয়াখালীর হাতিয়ায় অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের 'তারুণ্যের উৎসব-২০২৫'

বছরের সেরা ট্রেন্ডি কালারে বাজারে আসছে অপো এ৬ প্রো

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৯তম সভা অনুষ্ঠিত

সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের DFTএর সহযোগিতায় ICAO National Inspectors Course সমাপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫' উদ্বোধন
