ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ঢাকা ব্যাংক পিএলসি-এর বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা 'ইরিন ডিভাইস অ্যাপ'-এর উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১:৫৯

ঢাকা ব্যাংক পিএলসি আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম এআই-চালিত ডিজিটাল ঋণ সুবিধা যার নাম “ইরিন ডিভাইস অ্যাপ”-এর উদ্বোধন করেছে। স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের জন্য চালু হওয়া এই অ্যাপের লক্ষ্য হলো সেবা খাতের পেশাজীবী, মাইক্রো উদ্যোক্তা এবং ব্যাংকিং সুবিধাবঞ্চিত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা। ঢাকা ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) এ. কে. এম. শাহনেওয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুংমিন জুং একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক ও টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাংলাদেশ ব্যাংক-এর পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট) মো. ইকবাল মোহাসিন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কমিশনার মাহমুদ হোসেন, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এক্সেল টেলিকম প্রা. লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টিপু এবং ইনফিনিয়া টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. সরোয়ার জাহান মোরশেদ, পিএইচডি। এছাড়াও ঢাকা ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ— এ.এম. এম. মোয়েনউদ্দিন (অপারেশন্স), শেখ আব্দুল বাকির, মো. মোস্তাক আহমেদ (CAMLCO) এবং আখলাকুর রহমান (কর্পোরেট ব্যাংকিং) উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) এ. কে. এম. শাহনেওয়াজ মন্তব্য করেন যে, “ইরিন ডিভাইস কেবল একটি ঋণ নয়—এটি ডিজিটাল ক্ষমতায়নের দ্বারপ্রান্ত, যা ব্যাংকবহির্ভূত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সংযোগ, শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে।” স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুংমিন জুং বলেন, এই সহযোগিতা প্রচলিত ঋণ গ্রহণের বাধা দূর করেছে এবং অচিরেই নির্দিষ্ট স্যামসাং অনুমোদিত স্টোরে এ সেবা পাওয়া যাবে। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, এ অংশীদারিত্ব স্মার্টফোন ব্যবহার বৃদ্ধি ও ডিজিটাল গ্রহণযোগ্যতাকে ত্বরান্বিত করবে। এক্সেল টেলিকম প্রা. লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টিপু গ্রাহকদের জন্য নমনীয় স্যামসাং ডিভাইস ফাইন্যান্সিং সুবিধা প্রদানের উচ্ছ্বাস প্রকাশ করেন। ইনফিনিয়া টেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. সরোয়ার জাহান মোরশেদ উল্লেখ করেন, এই প্ল্যাটফর্ম এআই, ফিনটেক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থাকে একত্র করেছে। “ইরিন ডিভাইস ফাইন্যান্সিং”-এর মাধ্যমে গ্রাহকরা সহজ কিস্তিতে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস কেনার সুযোগ পাবেন। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে— ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই, ব্যাংকবহির্ভূত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত, এআই-চালিত সাইকোমেট্রিক ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই এবং সম্পূর্ণ ডিজিটাল আবেদন ও অনুমোদন প্রক্রিয়া। গ্রাহকরা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনুমোদিত হলে দ্রুত ডিভাইস সরবরাহ করা হবে, যা সবার জন্য সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এমএসএম / এমএসএম

ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এর ৯ম বার্ষিক সাধারণ সভা, মেম্বার্স নাইট ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ‘স্টার্টআপ নেস্ট’ চালু: দেশের প্রথম ব্যাংক-নির্ভর স্টার্টআপ অ্যাক্সেলারেটর

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিএমএসএমই নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করে

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৪৪ জন অপরাধী গ্রেফতার

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ

স্বপ্ন’র নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

শৃঙ্খলা ও সামাজিক আন্দোলনে সম্ভাবনাময় বাংলাদেশ গড়ছে আনসার-ভিডিপি—মহাপরিচালক

ফোল্ড-আউট ক্যামেরা আর্ম সমৃদ্ধ বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ -এর টিজার উন্মোচন করল অনার