ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ১:৪৮

বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে অবহেলিত বাঁশখালীকে ঢেলে সাজানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে টানা দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবগঠিত এডহক কমিটি ২০২৫-এ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে মনোনয়ন প্রত্যাশী কে সে ইফতেখার মহসিন?

এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পেশায় একজন আইনজীবী। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্র জীবনে তিনি কেন্দ্রীয় সংসদের দুই মেয়াদে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি এবং বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও নব্বইয়ের গণঅভ্যুত্থানে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি।সর্বশেষ আওয়ামী ফ্যাসিস্ট আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বীরদর্পে সমর্থন জানিয়ে ২৪-এর গণঅভ্যুত্থানেও রাজপথের সক্রিয় যোদ্ধার ভুমিকায় ছিলেন ইফতেখার মহসিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বিদেশ সফরকালে সফরসঙ্গী হওয়ার সৌভাগ্যও লাভ করেছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ২১ সদস্য নবগঠিত এডহক কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, মানবিক, ক্রীড়া ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকার মিয়া বাড়ীর সন্তান। অবহেলিত বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞা ও প্রত্যাশা ব্যক্ত করে এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, রাজনৈতিক জীবনের শুরুলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি যুক্ত। শিক্ষা জীবনে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ছাত্র সংসদে দুই মেয়াদে ছাত্রদলের সহ-সভাপতিসহ উল্লিখিত পদ গুলোতে দায়িত্ব পালন করাসহ দলের দলের দুঃসময়ে রাজপথে আমার ত্যাগ ও ভুমিকা সম্পর্কে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমান উল্লাহ আমানসহ বিএনপির উচ্চপদস্থ নেতারা সবাই অবগত রয়েছেন। দলের জন্যে আমার ত্যাগের বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যে জানেন না এমন নয়।

এছাড়াও কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সভাপতি থাকাকালে দলীয় একটি প্রোগ্রামে দাওয়াত দেয়ার জন্যে আমি যখন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম, তখন আমার সেই দাওয়াত সাদরে গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। আমাদের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী এখন আমাদের মাঝে নেই,দলের জন্যে আমার জীবনের সর্বস্ব ত্যাগ সম্পর্কে তিনিও অবগত ছিলেন, মহান আল্লাহ পাক মরহুম জাফরুল ইসলাম চৌধুরীকে জান্নাত নসীব করুক।

এসময় বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে ফ্যসিস্ট বিরোধী বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর আওয়ামী ফ্যাসিস্টদের জুলুম - নির্যাতন, মামলা -হামলা ও দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৭ বছরের জুলুম -নির্যাতন ও মামলা -হামলার কথা এতো সহজেই ভুলে গেলে চলবেনা। বিশেষ করে বাঁশখালীর মানুষ ঘুমাতে পারেনাই। বিনা অপরাধে হাজার হাজার মানুষ জেল-জুলুমসহ নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অসংখ্য মানুষ। আমি একজন আইনজীবী হিসেবে বিএনপিসহ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমার সাধ্যমতে আইনী সহয়তা দিয়ে সহযোগিতা করেছি। এমনকি এসময় অনেক ভাইদেরকে নিজের পকেট থেকে অর্থ দিয়েও সহযোগিতা করে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। এখনও করে যাচ্ছি। রাজনীতি দেশ ও জাতির স্বার্থে হওয়া দরকার, দেশ এবং জাতির স্বার্থকে উপেক্ষা করে ব্যাক্তিস্বার্থকে বড় করে দেখার সুযোগ নেই। দলের সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে দেশ ও জাতির স্বার্থকে ব্যক্তিস্বার্থে উর্ধ্বে রাখতে হবে। বিগত ১৭ বছরে বাঁশখালীর রাস্তা-ঘাটের কোনো ধরনের উন্নয়ন হয়নি। সংস্কার -উন্নয়নের কথা বলে পুরো বাঁশখালীকে লুটেপুটে খেয়েছে এবং  আওয়ামী লীগ নেতাদের পকেট ভর্তী করেছে।

এসময় জুলাই শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমি -আপনি সকলের নৈতিক দায়িত্ব। তাঁদের রক্ত বিসর্জনের মধ্যামে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। মানুষ মুক্তপরিবেশে কথা বলতে পারছে। এখন একটি আধুনিক ও উন্নত বাঁশখালী গড়ার সময় এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাঁশখালীতে এমন একজন ব্যাক্তিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য বেঁচে নিবেন, যিনি পরিচ্ছন্ন, স্বচ্ছ, স জঠ এবং ধৈর্য্যের সাথে দুর্সময়েও দলের পাশে ছিলেন এবং থাকবেন। যার দ্বারা বাঁশখালীর উন্নয়ন হবে, দলের মানসম্মত থাকবে, দলের স্বার্থ রক্ষায় সর্বস্ব ত্যাগ করতে দ্বিধা করবে না এমন কাউকে বিএনপি মনোনয়ন বেঁচে নেবেন বলে আমি বিশ্বাস করি। আর এক্ষেত্রে দল যদি আমাকে মুল্যায়ন করে  তাহলে আগামীর সম্ভাব্য রাস্ট্র নায়ক, তরুণদের আইডল তারেক রহমানের হাত আরও শক্তিশালী করতে সর্বস্তরের জনসাধারণ ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনটি তারেক রহমানকে উপহার দিবেন বলে আমি আশাবাদী। সংসদ নির্বাচিত হলে সবাইক সাথে নিয়ে একটি সুন্দর, উন্নত ও আধুনিক বাঁশখালী গড়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন বিএনপি নেতা ইফতেখার মহসিন।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

নড়াইলে বিদেশ ফেরত প্রতিবেশীর খপ্পরে পড়ে সর্বশান্ত জাফর শেখ আদালতে মামলা দায়ের