মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মানুষ মানুষের জন্য - এই চিরন্তন কথাটির বাস্তব উদাহরণ রেখেছেন সুমাইয়া ইসলাম। শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের নয়ালা ভাঙ্গা গ্রামের মেয়ে তিনি। বর্তমানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী হলেও, পরিচিত হয়েছেন একজন নির্ভীক মানবসেবী হিসেবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিবেদিতপ্রাণ এই তরুণীকে স্থানীয় মানুষ ডাকেন
“মানবতার ফেরিওয়ালা সুমাইয়া।”
করোনার ভয়াবহ সময়ে মানুষের পাশেঃ-
করোনার ভয়াবহ মহামারিতে যখন চারপাশে আতঙ্ক আর মৃত্যুর ছায়া, তখনও সুমাইয়া পিছিয়ে যাননি। নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
* আক্রান্তদের বাসায় গিয়ে অক্সিজেন সার্ভিস দিয়েছেন।
* ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করেছেন।
* হাসপাতালে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন।
* করোনায় মৃত ব্যক্তির ডেড বডি ম্যানেজমেন্ট করেছেন।
* পাশাপাশি অসহায় ও শীতার্তদের মাঝে খাবার, মাস্ক, স্যানিটাইজার, ওষুধ এবং কম্বল বিতরণ করেছেন।
ছোট থেকে মানবতার শিক্ষা:-
সুমাইয়ার বাবাই ছিলেন তার প্রথম শিক্ষক। তিনি বলতেন, “আল্লাহর রাস্তায় সন্তানকে ছেড়ে দিয়েছি—বেঁচে ফিরলে সওয়াব, আর না ফিরলে শহীদি মৃত্যু।” বাবার কাছ থেকেই তিনি শিখেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। ছোটবেলায় দেখেছেন বাবা রিকশাওয়ালাদের বেশি ভাড়া দিতেন, ঘরে এনে চাল-ডাল দিয়ে সাহায্য করতেন। সেই পাঠ আজও বয়ে বেড়াচ্ছেন সুমাইয়া।
ভিন্নধর্মী উদ্যোগ:-
প্রতি মঙ্গলবার তিনি চেষ্টা করেন যেকোনো একজন অসহায় মানুষের ইচ্ছা পূরণ করতে। কখনো রাস্তায় থাকা ভিক্ষুককে পছন্দের খাবার খাওয়ান, কখনো কোনো গরিবের চোখের ডাক্তার দেখানো বা অপারেশনের ব্যবস্থা করে দেন।
পরিবারের অক্লান্ত সমর্থন:-
শুরুতে এসএসসির পর ফলাফল খারাপ হওয়ায় পরিবার সুমাইয়ার কাজে আপত্তি জানালেও, পরে তার কাজ দেখে অনুপ্রাণিত হয় সবাই। তার মা সাবধানে আলাদা করে রাখতেন সুমাইয়ার ব্যবহার্য জিনিসপত্র, যেন বাসার ছোট-বড় কেউ ঝুঁকিতে না পড়ে। পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনেরও উৎসাহ পেয়েছেন তিনি।
জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ড:-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট এর যুব প্রধান হয়েছিলেন ২০২১ সালে এবং সেই বছর ই শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুমাইয়া ইসলাম।
মানুষের জন্যই বেঁচে থাকা:-
সুমাইয়ার চোখে নেই খ্যাতি বা সম্মানের লোভ। তার বিশ্বাস, মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় অর্জন। নিজের শ্রম, সাহস ও মানবিকতায় তিনি প্রমাণ করেছেন—মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত দেশপ্রেম।
এমএসএম / এমএসএম

ডাসারে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সড়ক বেহাল

রায়গঞ্জে দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পূজামণ্ডপে জেলা প্রশাসক

নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুবড়িয়াতে দুর্গাপূজায় প্রায় ৩০০ টি-শার্ট উপহার দিলেন লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন

মোহনগঞ্জে তীব্র গরম, লোডশেডিংয়ে জনজীবন দুর্বিসহ

চট্টগ্রামে সরকারি বাসা বরাদ্ধে ঘুষ বাণিজ্য

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬
