ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৯-২০২৫ বিকাল ৬:৮

সম্প্রতি চীনের সাংহাইয়ে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং আরও উন্নত ও এআই-ভিত্তিক শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সলিউশন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। এই সলিউশনে তিনটি স্তর রয়েছে – এআই-ভিত্তিক বুদ্ধিমত্তা, এআই-ভিত্তিক-সংযোগ এবং এআই-ভিত্তিক ডিভাইস। এই স্তরগুলি এআই ও নেটওয়ার্কের সমন্বয়ে ভূমিকা রাখবে।
হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ  থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সলিউশনটি বিভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী সংযোগ পরিষেবা ও অভিজ্ঞতা প্রদান করে। ফলে ডেটা লস না হওয়ার পাশাপাশি দ্রুত গতিতে বেশি ডেটার আদান-প্রদান, কম পরিমাণ ল্যাটেন্সি ও উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। এআইয়ের জন্য প্রস্তুত নেটওয়ার্ক, এআই-চালিত নেটওয়ার্ক ও এআই-ভিত্তিক সুরক্ষা – এই ধারণার উপর ভিত্তি করে গঠিত সলিউশনটি বিভিন্ন শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে বিকশিত করবে।  

এআইয়ের ব্যবহার দ্রুত গতিতে বিশ্বকে বদলে দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কার্যক্রমকে রূপান্তরিত করছে। ফলে নেটওয়ার্কের ক্ষেত্রে তিনটি প্রধান চাহিদা দেখা দিয়েছে – কার্যকর কম্পিউটিং ক্ষমতার ব্যবহার, উন্নত অভিজ্ঞতার নিশ্চয়তা ও অজানা হুমকি থেকে সুরক্ষা। এগুলিকে বিবেচনায় রেখে হুয়াওয়ের শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কে এআই-ভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটি মূল সলিউশনকে আরও উন্নত করবে। মূল সলিউশনগুলি হলো শিংহে এআই ক্যাম্পাস, শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN), শিংহে এআই ফ্যাব্রিক ২.০ ও শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি। 

শিংহে এআই ক্যাম্পাস ডিজিটাল জগৎ থেকে বাস্তব ক্ষেত্র পর্যন্ত নিরাপত্তা সম্প্রসারিত করে ক্যাম্পাস নেটওয়ার্কের পরিপূর্ণ নিরাপত্তা দেয়। শিংহে এআই ফ্যাব্রিক ২.০ সাধারণ কম্পিউটিং  ও  এআই কম্পিউটিংয়ে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কম্পিউটিংয়ের দক্ষতাকে পরিপূর্ণভাবে প্রয়োগ করে। 

শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN) উচ্চ ক্ষমতাসম্পন্ন ও  সমন্বিত কম্পিউটিং-নেটওয়ার্ক সেবা দেয়, যা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং ব্যবহার করতে সাহায্য করে। শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি ‘এআই ভার্সেস এআই’ ধারণার ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা গঠন করে। অর্থাৎ, এটি ক্ষতিকারক কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি মোকাবিলাতেও সক্ষম। এর পাশাপাশি রয়েছে একটি নেটওয়ার্ক এজেন্ট হুয়াওয়ে নেটমাস্টার, যা এআইয়ের মাধ্যমে সবসময় স্বয়ংক্রিয় কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ করতে  সক্ষম। এটির ফলে নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটে না এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত হয়। 

উক্ত সম্মেলনে হুয়াওয়ে ও এর শীর্ষস্থানীয় শিল্প গ্রাহকদের যৌথ উদ্ভাবনের সাফল্যও তুলে ধরা হয়।  হুয়াওয়ে ভবিষ্যতেও শিংহে ইনটেলিজেন্ট নেটওয়ার্কের পণ্য ও সলিউশনকে আরও উন্নত করার পাশাপাশি গ্রাহক ও অংশীদারদের সঙ্গে কাজ করে এআই-ভিত্তিক নেটওয়ার্ক গঠনে ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, নিশ্চিত উপহার ও ডিসকাউন্টসহ ই-বাইক পাওয়ার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ডিইউ টিএইচএম ক্লাবের সেমিনার

হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ৬ প্রো