খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত
গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে খুলনায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট”। এতে খুলনা অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। এ সভার উদ্দেশ্য ছিল শাখাগুলোর সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশল নির্ধারণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ)মোঃ মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণ।
সভায় ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার ত্বরান্বিতকরণ, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং সেলস ও মার্কেটিং কার্যক্রম শক্তিশালীকরণ—এই চারটি মূল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী তাঁর বক্তব্যে নেতৃত্ব, সততা ও কৌশলগত চিন্তার গুরুত্বের ওপর জোর দেন। তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান চারটি নীতিতে কাজ করার জন্য: মননশীলতা বিকাশ, সততা ও স্বচ্ছতা বজায় রাখা, ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং প্রতিটি সিদ্ধান্তে দায়িত্ববোধ প্রদর্শন করা।
তিনি বলেন, “সময়ই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সততা, পেশাদারিত্ব এবং গুণগত ব্যবসার প্রতি মনোযোগ ধরে রাখতে পারলে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাংকের একটিতে পরিণত হবে।”
সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাহকের আস্থা বৃদ্ধি, ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং ব্যাংককে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত
মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন
ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার শুভ উদ্বোধন
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট অনুষ্ঠিত
২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩.৩৪ কোটি টাকা