‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে ভাইফোঁটা বরাবরই জীবনের অন্যতম প্রিয় একটি উৎসব। ভাইদের জন্য এই আয়োজনে তিনি খুঁজে পান আলাদা আনন্দ। তবে, এই বছর ভাইফোঁটা ঘিরে তার মন বিষাদে ভরা। কারণ, গত বছর মাকে হারিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘শুধু তো রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না। তার বাইরেও কেউ কেউ আছেন, যারা ভ্রাতৃসম। তাদের সকলের সঙ্গে এই দিনটা কাটাতে খুব ভালো লাগে। তবে, এই বছর মা নেই বলে সব আলোই যেন কেন নিভে যাওয়া।’
ছোটবেলা থেকে বড় হওয়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঋতুপর্ণার কাছে ভাইফোঁটা তার জীবনের একটি ঐতিহ্য। তার মা এই প্রচলন করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘মনে আছে এই দিনে সব ভাইবোনেরা বাড়িতে আসত। আমার ঠাকুমাকে কেউ বলত দিদা, আমরা যেমন মুন্না বলে ডাকতাম, কেউ আবার ফুলমণি বলে ডাকত।’
তিনি জানান, তিনি এখনো চেষ্টা করেন ভাইফোঁটার দিন সকলের সঙ্গে একটু সময় কাটাতে। তবে, এই বছরের ভাইফোঁটার কথা ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে। কারণ, মা চলে গিয়েছেন আগের বছর। তাই ভাইফোঁটা তো হবে না। তবে, তার শুভেচ্ছা ও ভালোবাসা অবশ্যই ভাইদের জন্য থাকবে।
অভিনেত্রী বলেন, ‘এই দিনটায় সব ভাইবোনেরা আনন্দে মেতে ওঠে। ভাবলেই আমার কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। সবথেকে খারাপ লাগছে বছরের এই একটা দিন ওদের সঙ্গে সময় কাটে। এই বছর সেই সুযোগও মিস। তবে ভাইফোঁটার দিন মন আমার ওদের কাছেই থাকবে। এর কোনো অন্যথা হবে না।’
Aminur / Aminur
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ
সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের
ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া
বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক
চলচ্চিত্রে কাজ করলে নিয়মিতই করব
‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’
কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি
মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া
‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা
‘তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ’
একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি চোপড়া
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা