ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ সকাল ৯:১৮

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে ভাইফোঁটা বরাবরই জীবনের অন্যতম প্রিয় একটি উৎসব। ভাইদের জন্য এই আয়োজনে তিনি খুঁজে পান আলাদা আনন্দ। তবে, এই বছর ভাইফোঁটা ঘিরে তার মন বিষাদে ভরা। কারণ, গত বছর মাকে হারিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘শুধু তো রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না। তার বাইরেও কেউ কেউ আছেন, যারা ভ্রাতৃসম। তাদের সকলের সঙ্গে এই দিনটা কাটাতে খুব ভালো লাগে। তবে, এই বছর মা নেই বলে সব আলোই যেন কেন নিভে যাওয়া।’
ছোটবেলা থেকে বড় হওয়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঋতুপর্ণার কাছে ভাইফোঁটা তার জীবনের একটি ঐতিহ্য। তার মা এই প্রচলন করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘মনে আছে এই দিনে সব ভাইবোনেরা বাড়িতে আসত। আমার ঠাকুমাকে কেউ বলত দিদা, আমরা যেমন মুন্না বলে ডাকতাম, কেউ আবার ফুলমণি বলে ডাকত।’
তিনি জানান, তিনি এখনো চেষ্টা করেন ভাইফোঁটার দিন সকলের সঙ্গে একটু সময় কাটাতে। তবে, এই বছরের ভাইফোঁটার কথা ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে। কারণ, মা চলে গিয়েছেন আগের বছর। তাই ভাইফোঁটা তো হবে না। তবে, তার শুভেচ্ছা ও ভালোবাসা অবশ্যই ভাইদের জন্য থাকবে।
অভিনেত্রী বলেন, ‘এই দিনটায় সব ভাইবোনেরা আনন্দে মেতে ওঠে। ভাবলেই আমার কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। সবথেকে খারাপ লাগছে বছরের এই একটা দিন ওদের সঙ্গে সময় কাটে। এই বছর সেই সুযোগও মিস। তবে ভাইফোঁটার দিন মন আমার ওদের কাছেই থাকবে। এর কোনো অন্যথা হবে না।’

 

Aminur / Aminur

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!

তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

‘আমার সন্তানদের রেহাই দিন’

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?

বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!

বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?

তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?

বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল