চলচ্চিত্রে কাজ করলে নিয়মিতই করব
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে শতাধিক নাটকে অভিনয় করে চমকে দিয়েছেন সামিরা মাহি। তার বেশিরভাগ নাটকই দর্শকমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। সম্প্রতি তিনি ওটিটির একটি কনটেন্ট নিয়ে আলোচনায় এসেছেন। চরকিতে মুক্তি পেয়েছে রাকায়েত রাব্বি পরিচালিত মিস্ট্রি-থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাঁড়াকল’। এর গল্প এগিয়েছে তিন তরুণ-তরুণীকে ঘিরে। এতে মাহি অভিনয় করেছেন রিমি চরিত্রে। চরিত্রটির একাধিক ধরন ও ঢং রয়েছে। কখনো তিনি সাধারণ কখনো একটু অসাধারণ।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় আসতে হয়। নানা রূপে নিজেকে প্রস্তুত ও উপস্থাপন করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আমার এটা করতে ভালো লাগে। আমার চরিত্র একটু রহস্যময়। ভীষণ পজিটিভ আবার নেগেটিভ দুই ধরনের চরিত্রেই উপস্থাপন হয়েছে। গল্পে বেশিরভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আবার অন্যরকম লুকে হাজির হয়েছি। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।’
‘গ্যাঁড়াকল’-এ মাহির বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভির। এটি তাদের প্রথম কাজ। তিন চরিত্রে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ফিকশনটির শুটিং হয়েছিল এক বছর আগে। ‘গ্যাঁড়াকল’-এর পর মাহি ওটিটির আরেকটি কনটেন্টে কাজ করেছেন। শুটিং শেষ করে এটি এখন মুক্তির অপেক্ষায়। চমক থাকলেও এই কাজটি নিয়ে কথা বলতে নারাজ মাহি। অভিনেত্রী বলেন, ‘গ্যাঁড়াকলের পর ওটিটির আরেকটি কাজ শেষ করেছি। এটি প্রচারের অপেক্ষায়। সুন্দর একটি গল্পে একেবারেই ডিফরেন্ট ক্যারেক্টারে অভিনয় করেছি। গ্যাঁড়াকলের মতো এখানেও দর্শক মাহিকে নতুনভাবে আবিষ্কার করবে। তবে এই কনটেন্টটি নিয়ে আগেই কিছু বলা যাবে না।’
ওটিটি প্ল্যাটফর্মের ‘গ্যাঁড়াকল’ ছাড়াও মাহি সম্প্রতি আলোচনায় এসেছেন ছোটপর্দার নতুন একটি কাজ নিয়ে। তিনি প্রমাণ করেছেন, চরিত্রের প্রয়োজনে চ্যালেঞ্জ নিতেও দ্বিধা করেন না। চলতি মাসেই ‘বকুল ফুল’ নামের একটি নাটকে মানসিক প্রতিবন্ধী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকটি প্রচারে আসার আগে সামাজিকমাধ্যমে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
নাটকের এমন চরিত্র নিয়ে মাহি বলেন, ‘বকুল ফুল’ আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। মানসিকভাবে অসুস্থ এক মেয়ের চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। কিন্তু এই চরিত্র আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও। পরিচালক আমার ওপর আস্থা রেখেছেন বলেই এমন চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। এই মেয়েটার গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই। চরিত্রটি নিয়ে ভালো সাড়া পেয়েছি।
অনেক অভিনয়শিল্পী নাটকে নিয়মিত অভিনয় করলেও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন না কিংবা নিজেকে মেলে ধরার সুযোগ হয় না। কিন্তু মাহি নাটকের পাশাপাশি ওটিটিতেও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিনোদনের এই দুই মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে মাহি বলেন, ‘নাটক ও ওটিটিতে বেশ পার্থক্য রয়েছে। নাটক কম সময় নিয়ে হয়। প্রস্তুতি নেওয়ার ততটা সুযোগ থাকে না। কিন্তু ওটিটিতে অনেক সময় নিয়ে কাজ করা হয়। চিত্রনাট্য ও চরিত্র নিয়ে ভাবা যায়। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়। প্রস্তুতি ভালো হলে কাজটাও সুন্দর হয়। এ ছাড়া নাটকের চেয়ে ওটিটির বাজেট ভালো থাকে।’
ওটিটি ছাড়াও টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্য প্রতিনিয়ত প্রচুর কনটেন্ট তৈরি হচ্ছে। বিভিন্ন গল্পের নানা চরিত্রে রূপদান করছেন অভিনয়শিল্পীরা। অনেকেই গতানুগতিক কাজে অভ্যস্ত হলেও মাহি অভিনয় করছেন বেছে বেছে। অভিনয়ের ক্ষেত্রে বাছবিচার ও কোন বিষয়টি বেশি গুরুত্ব দেন জানতে চাইলে অভিনেত্রী জানান, ‘ইদানীং কাজের ব্যাপারে বেশি বাছবিচার করছি। নতুন কাজের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিত্রনাট্য। চিত্রনাট্যই দর্শককে আগ্রহী করে তোলে। আমি অভিনয়ে সম্মতি দেওয়ার আগে চিত্রনাট্যকে প্রাধান্য দিই। এ ছাড়া টিম আমার কাছে গুরুত্বপূর্ণ।’
বর্তমানে অভিনয়ে সংকট চলছে। নানা কারণে অনেকের হাতে কাজ নেই বলে অভিযোগ উঠেছে। কিন্তু মাহির দিন-রাত কাটছে লাইট-ক্যামেরা অ্যাকশনে। সম্প্রতি তিনি কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। মাহি এখন শুটিং করছেন ‘যত্ন’ নাটকে। রোমান্টিক ঘরানার এই নাটকটি পরিচালনা করছেন তৌফিকুল ইসলাম। হাতে রয়েছে আরও বেশ কিছু চিত্রনাট্য সামনে সেগুলোতেও অভিনয় করবেন মাহি।
নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের মুগ্ধতা ছড়ালেও মাহিকে দেখা যায়নি চলচ্চিত্রে। সময়ের আলোচিত নাটকের অভিনেত্রীরা একের পর এক চলচ্চিত্রে ঝুঁকলেও কেবল ব্যতিক্রম দেখা যাচ্ছে এই অভিনেত্রীর ক্ষেত্রে। চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে মাহি বলেন, ‘চলচ্চিত্রে ইচ্ছা আছে। তবে নিজেকে এখনও প্রস্তুত করিনি। সময় হলে দেখা যাবে। আমার এখনও সেই সময় হয়নি বলে মনে করছি। বড়পর্দায় কাজের ক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে। ভালো গল্প, চরিত্র, পরিচালক, সহশিল্পী, পুরো টিম সব কিছু মানসম্মত জরুরি বলে মনে করি। চলচ্চিত্রে অভিনয় করলে নিয়মিতই কাজ করব।’ চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাকে চান? এর জবাবে মাহি বলেন, ‘অবশ্যই যিনি অনেক দিন ধরে কাজ করছেন। কাজের অভিজ্ঞতা ভালো। যার সঙ্গে কাজ করলে আমি নিজে শিখতে পারব। আমার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে।’
Aminur / Aminur
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ
সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের
ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া
বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক
চলচ্চিত্রে কাজ করলে নিয়মিতই করব
‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’
কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি
মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া
‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা
‘তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ’
একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি চোপড়া
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা