ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আবদুল আউয়াল মিন্টু ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫ সালের 'টপ এগ্রি-ফুড পাইওনিয়ার' পুরস্কারে ভূষিত হয়েছেন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:২৪

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (WFPF) লাল তীর সিড লিমিটেড, লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টুকে ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার (TAP) ২০২৫’ পুরস্কারে ভূষিত করেছে। ফাউন্ডেশনের ৩৯তম বার্ষিকীর সাথে সামঞ্জস্য রেখে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি খাদ্য ব্যবস্থার রূপান্তর এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে জনাব মিন্টুর অসামান্য অবদানকে উল্লেখ করে। লাল তীর সিড লিমিটেড এবং লাল তীর লাইভস্টক লিমিটেড হলো মাল্টিমোড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই গ্রুপটি ১৯৮১ সালে চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া ভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন বিশ্বব্যাপী খাদ্যের গুণমান, পরিমাণ এবং প্রাপ্যতা উন্নত করার ক্ষেত্রে ব্যতিক্রমী কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করে। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ—যাতে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং কৃষি বিজ্ঞান, শিক্ষা ও নীতির বৈশ্বিক নেতৃবৃন্দ—এ পুরস্কার বিজয়ীদের নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন, যাদের কাজ মানব উন্নয়ন এবং খাদ্য স্থায়িত্বকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে। এই পুরস্কার এমন ব্যক্তিদের সম্মাননা জানায় যাদের কাজ বৈশ্বিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে উদ্ভাবনী বিজ্ঞান, নেতৃত্ব এবং উৎসর্গের প্রতিফলন ঘটায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (U.S. Department of State)-এর সাথে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন যৌথভাবে বছরের বসন্তকালে ওয়াশিংটন ডিসি-তে এ পুরস্কার ঘোষণা করে। পরে বার্ষিক Borlaug Dialogue চলাকালীন ডেস মইনস (Des Moines)-এর ঐতিহাসিক স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২২ অক্টোবর ২০২৫ IOWA সময় সকাল ১১টায় বিজয়ীদের সম্মাননা জানানো হয়।

“২০২৫ TAP তালিকাটি এমন সব অসাধারণ ব্যক্তিত্বের বৈচিত্র্য, প্রতিভা এবং অঙ্গীকারকে তুলে ধরেছে, যারা সীমান্ত ও শাখা-পেশার সীমানা অতিক্রম করে একটি অধিক টেকসই ও ন্যায়ভিত্তিক বৈশ্বিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন,” বলেন বিশ্ব খাদ্য পুরস্কার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মার্শাল হুসেইন। “একটি বিশ্ব যেখানে তাৎক্ষণিক ও পারস্পরিক সংকটের মুখোমুখি, সেখানে এই সম্মানপ্রাপ্ত ব্যক্তিরা নির্ভীক পরিবর্তনসাধক—যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে প্রভাব সৃষ্টি করছেন এবং ভবিষ্যতের জন্য প্রকৃত আশা জাগাচ্ছেন।”

বাংলাদেশের খাদ্য চিত্রের রূপান্তর

১৯৯০-এর দশকে বাংলাদেশ নিম্নমানের বীজ উৎপাদন এবং ফসলের কম উৎপাদনশীলতার সাথে লড়াই করছিল। মানসম্পন্ন বীজের জরুরি প্রয়োজন উপলব্ধি করে, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান জনাব মিন্টু ১৯৯৫ সালে লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা দেশের প্রথম গবেষণা ভিত্তিক বীজ কোম্পানি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে। বর্তমানে লাল তীর বাংলাদেশের বৃহত্তম বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা ISO সনদপ্রাপ্ত এবং দেশের মোট বীজের চাহিদার প্রায় ২০% সরবরাহ করে। বর্তমানে বাংলাদেশের প্রায় দেড় কোটি লোক লাল তীর বীজের ব্যবহারে সংযুক্ত এবং প্রায় ১৪,০০০ চাষি বীজ উৎপাদনের সাথে চুক্তিবদ্ধ বা সংশ্লিষ্ট। এ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

খাদ্য, পুষ্টি এবং আয়ের বৈচিত্র্যকে উৎসাহিত করতে জনাব মিন্টু বাংলাদেশে হাইব্রিড সবজির উন্নয়ন ও প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ধান-প্রধান কৃষি ব্যবস্থার পাশাপাশি সবজি চাষ প্রবর্তন করেন, যা ক্ষুদ্র কৃষকদের ফলন এবং আয় বাড়াতে সক্ষম করে। তার নেতৃত্বে, লাল তীর এখন ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় উচ্চমানের বীজ রপ্তানি করে।

লাল তীরের সহযোগী প্রতিষ্ঠান MNT Seed Testing Laboratory ISO-এর Accreditation প্রাপ্ত এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (BAB)-এর স্বীকৃতিপ্রাপ্ত। এর বায়োটেকনোলজি ল্যাব রোগ- ও জলবায়ু-সহনশীল ফসলের জাত উদ্ভাবন অব্যাহত রেখেছে। গবেষণা ও উন্নয়নে (R&D) শ্রেষ্ঠত্ব, স্থানীয়ভাবে বীজ উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা মেটানো, রপ্তানি এবং আন্তর্জাতিক উপস্থিতির স্বীকৃতিস্বরূপ, লাল তীর ২০২১ সালের ‘Access to Seed Index’-এ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৭ম স্থান অর্জন করে।

গবাদি পশু উন্নয়নে সম্প্রসারণ

২০১১ সালে, জনাব মিন্টু লাল তীরের কার্যক্রম সম্প্রসারিত করে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য হলো মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধি করা এবং টেকসই কৃত্রিম প্রজননের জন্য জেনেটিক্যালি উন্নত ষাঁড় থেকে মানসম্পন্ন সিমেন উৎপাদন করা। সমাবেশ এবং জ্ঞান বিনিময় কর্মসূচির মাধ্যমে কৃষকদের সাথে জনাব মিন্টুর ব্যাপক মিথস্ক্রিয়া বাংলাদেশে গবাদি পশুর উৎপাদনশীলতা উন্নত করেছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাড়াতে তার অক্লান্ত প্রচেষ্টা তাকে বাংলাদেশের কৃষি খাতে এক আইকনিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

"Food security begins with empowering farmers," পুরস্কার প্রাপ্তির পরে প্রতিক্রিয়ায় বলেন মিন্টু। "আমাদের লক্ষ্য হলো তাদের দারিদ্র্যের চক্র ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ ও জ্ঞান সরবরাহ করা এবং একই সাথে বৈশ্বিক খাদ্য স্থিতিস্থাপকতায় অবদান রাখা।" ভবিষ্যতে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনকে লক্ষ্য করে প্রতিরোধী জাত উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জনাব মিন্টু।

বোরলগ ডায়ালগে বৈশ্বিক স্বীকৃতি

‘Top Agri-Food Pioneer 2025’ হিসেবে, জনাব মিন্টুকে মার্কিন যুক্তরাষ্ট্রের Department of State-এর অংশীদারিত্বে ২১–২৩ অক্টোবর ২০২৫ তারিখে ডেস মইনস-এর ঐতিহাসিক স্টেট ক্যাপিটলে অনুষ্ঠিত Borlaug Dialogue-এ পুরস্কৃত করা হয়েছে এবং বিশেষ গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে। এই বার্ষিক ইভেন্টটি বৈশ্বিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য সমাধান এগিয়ে নিতে বিশ্ব নেতৃবৃন্দ, বিজ্ঞানী এবং উদ্ভাবকদের একত্রিত করে।

এমএসএম / এমএসএম

দেশে নেশা পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ইকোনমিক জোন অথরিটি (বেজা) এর অনুমোদন আগামী প্রজন্মের স্বাস্থ্য ক্ষতির কারণ

আবদুল আউয়াল মিন্টু ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫ সালের 'টপ এগ্রি-ফুড পাইওনিয়ার' পুরস্কারে ভূষিত হয়েছেন

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৯তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০০তম সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইন্টারমিডিয়ারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা: ডিএসই পরিচালক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নবনিয়োগপ্রাপ্ত সদস্য এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিকের শপথ গ্রহণ

এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে গবেষণা ও প্রকাশনা পুরষ্কার

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস হিসেবে যোগদান

তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল

এখন দেশজুড়ে শুরু হয়েছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল!

ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ এর ৯ম বার্ষিক সাধারণ সভা, মেম্বার্স নাইট ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত